ইন্ডিয়ান ইনস্টিউট অব সায়েন্স, ব্যাঙ্গালোরে ব্যাচেলর অব সায়েন্স (রিসার্চ), ২০২০ কোর্স ভর্তির জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে।
যোগ্যতা: এই কোর্স আবেদনের জন্য পিইউসি / দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। ২০২০-তে যাঁরা এই পরীক্ষা উত্তীর্ণ হবেন তাঁরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন। ফিজিক্স, কেমিস্ট্রি ও অঙ্ক আবশ্যিক বিষয় হিসাবে থাকতে হবে। পিইউসি / দ্বাদশ শ্রেণি স্তরে ৬০ শতাংশ নম্বর পেয়ে হবে।
আবেদন, ফি: ১ ফেব্রুয়ারি, ২০২০ থেকে আবেদন করা যাচ্ছে। অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ ৩০ এপ্রিল, ২০২০। অনলাইনে আবেদন ফি হিসাবে ৫০০ টাকা (সংরক্ষিত শ্রেণির জন্য ২৫০ টাকা) দিতে হবে।
বাছাই পদ্ধতি: KVPY-SA, KVPY-SB, KVPY-SX, IIT-JEE Main, IIT-JEE Advanced, NEET-UG পরীক্ষাগুলির মেরিট লিস্টের উপর ভিত্তি করে বাছাই করা হবে।
বিজ্ঞপ্তি লিঙ্ক: https://iisc.ac.in/wp-content/uploads/2020/01/UG-advertisement-2020.pdf
অনলাইন আবেদন: https://admissions.iisc.ac.in/Web/SelectUGPG.aspx
IIS, IISER Course