ইউপিএসসির এনডিএ (২) লিখিত পরীক্ষার ফল

905
0
NDA & NA

ইউপিএসসির ২০১৯-এর ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি অ্যান্ড ন্যাভাল অ্যাকাডেমি এগজামিনেশন (২) যা নেওয়া হয়েছিল গত ১৭ নভেম্বর, তার ফল বেরিয়েছে। এরপর হবে সফল প্রার্থীদের এসএসবির ইন্টারভিউ। তার জন্য আগামী ২ সপ্তাহের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে http://www.joinindianarmy.nic.in/ ওয়েবসাইটে। তাঁদের ইন্টারভিউয়ের স্থান-কাল ইমেল করে জানানো হবে। যাঁরা আগে আর্মিতে ওয়ানটাইম রেজিস্ট্রেশন করেছেন তাঁদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। কোনো প্রশ্ন থাকলে বা লগইন করার সমস্যা থাকলে ইমেল করে জানাতে হবে (dir-recruiting6-mod@nic.in)। অথবা কাজের দিনগুলিতে বেলা ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে ফন করতে পারেন এই নম্বরের কোনোটিতে: 011-23385271/011- 23381125/011-23098543.

প্রার্থীদের মার্কশিট আপলোড করা হবে কমিশনের ওয়েবসাইটে, ইন্টারভিউয়ের ফল বেরনোর ১৫ দিন মধ্যে, এবং তা সাইটে থাকবে ৩০ দিনের জন্য।

সফলদের তালিকা সহ প্রাসঙ্গিক নির্দেশ দেখা যাবে এই লিঙ্কে: https://www.upsc.gov.in/sites/default/files/WR-NDA-II-2019-NameListEngl-12122019.pdf