ইউপিএসসির সিডিএস সফল প্রার্থী ও ইকোনমিক সার্ভিস ও স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের অসফল প্রার্থীদের প্রাপ্ত নম্বর

621
0
UPSC CDS 2 Notification 2023

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০১৯-এর কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস (১) পরীক্ষার মাধ্যমে যাঁদের নাম ইউপিএসসি সুপারিশ করে পাঠিয়েছে তাঁদের প্রাপ্ত নম্বর (লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর, এসএসবির নম্বর এবং মোট নম্বর) প্রকাশ করা হল। দেখা যাবে এই লিঙ্কে: https://www.upsc.gov.in/sites/default/files/MksRcdCndts-CDS-I-2019-06022020.pdf

প্রকাশ করা হয়েছে ২০১৯-এর ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের অসফল প্রার্থীদের পাওয়া নম্বরও (যাঁরা নম্বর প্রকাশের জন্য সম্মতি জানিয়েছেন)।

ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস: https://www.upsc.gov.in/sites/default/files/PublDisclofScrs-ISS-2019-Engl-060220.pdf

ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস: https://www.upsc.gov.in/sites/default/files/PublDisclofScrs-IES-2019-Engl-060220.pdf