ইউপিএসসির সিভিল সার্ভিস ও ফরেস্ট সার্ভিস প্রিলিঃ পরীক্ষা স্থগিত

784
0

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ইন্ডিয়ান সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা ও ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে দেশজুড়ে লকডাউন চলার কারণে৷ প্রিলিমিনারি সার্ভিসের পরীক্ষা হওয়ার কথা ছিল আগামী ৩১ মে৷ আগামী ২০ মে কমিশন পুনরায় পরিস্থিতি যাচাই করবে এবং তার পরেই পরীক্ষার তারিখ ঘোষণার কথা জানানো হবে বলে কমিশনের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৷ পরীক্ষার অন্তত ৩০ দিন আগে পরীক্ষার তারিখ সম্পর্কে নোটিসে জানিয়ে দেওয়া হবে৷

ইউপিএসসির ওয়েবসাইটে (https://www.upsc.gov.in/)  প্রেস বিজ্ঞপ্তির কথা জানা যাবে৷ বা সরাসরি এই লিঙ্কে: https://www.upsc.gov.in/sites/default/files/UPSC_Pres_Release.pdf