কারেন্ট অ্যাফেয়ার্স ৪ মে ২০২০

359
0

আন্তর্জাতিক

  • করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আড়াই লক্ষ মানুষের মৃত্যু হয়েছে৷ আক্রান্ত হয়েছেন ৩৬ লক্ষেরও বেশি মানুষ৷ শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই ৬৯,১২১ জনের প্রাণহানি হয়েছে এই সংক্রমণে৷ আক্রান্ত হয়েছেন ১২ লক্ষের বেশি মানুষ৷ মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেয়ো দাবি করেছেন, চিনের উহানের পরীক্ষাগারে এই ভাইরাসের উৎপত্তি, তাঁদের কাছে তার প্রমাণ রয়েছে৷ কিন্তু চিন ওই দাবি উড়িয়ে জানিয়েছে, এই ভাইরাস প্রাকৃতিকভাবে সৃষ্ট, তা মনুষ্যসৃষ্ট নয়৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং মার্কিন গবেষক তথা গোয়েন্দা রিপোর্টও মনুষ্যসৃষ্ট তত্ত্ব খারিজ করে দিয়েছে। এদিকে রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ১০ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন৷ বাংলাদেশে মৃত্যু হয়েছে ১৮২ জনের, সেখানে আক্রান্ত ১০ হাজারের বেশি মানুষ৷ অন্যদিকে দুমাস লকডাউনের পর এদিন কাজ শুরু হল ইতালির অফিস-আদালতে৷ গণ পরিবহণও চালু করা হল৷

 

জাতীয়

  • কাশ্মীরের হান্দোওয়াড়ায় ফের হামলা চালাল জঙ্গিরা৷ এই হামলায় সিআরপিএফ-এর ৯২ নম্বর ব্যাটেলিয়নের ৩ জন জওয়ান শহিদ হয়েছেন৷ গোলাগুলির লড়াইয়ের মধ্যে পড়ে স্থানীয় একজন ‘বিশেষভাবে সক্ষম’ কিশোরের মৃত্যু হয়৷ লস্কর ই তৈবা এই হামলার সঙ্গে যুক্ত বলে জানা গেছে৷
  • গত ২৪ ঘণ্টায় দেশে ২,৫৫৩ জন করোনায় আক্রান্ত হলেন৷ মোট আক্রান্তের সংখ্যা ৪২,৮৩৬৷ দেশে এই সংক্রমণে মৃত্যু হল ১,৩৮৯ জনের৷ মহারাষ্ট্র, গুজরাট ও মধ্যপ্রদেশের যথাক্রমে ৫৪৮, ২৯০ ও ১৬৫ জনের মৃত্যু হয়েছে৷ পশ্চিমবঙ্গে সরকারি সূত্র অনুযায়ী ১,২৫৯ জন আক্রান্ত হয়েছেন করোনায় এবং মৃত্যু হয়েছে ৬১ জনের৷ রাজ্যে কো-মর্বিডিটির কারণে আরও ৭২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে৷ এদিকে গোটা দেশে দুই দফায় ৪১ দিনের শাটডাউনের পর তৃতীয় দফায় শাটডাউন শুরু হল দেশে৷ এতে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে৷

 

বিবিধ

  • এক সপ্তাহ আগে ধীরে-ধীরে শেয়ার সূচকের উত্থান ঘটেছিল৷ কিন্তু এদিন এক ধাক্কায় সেনসেক্স ২০০২.২৭ অঙ্ক এবং নিফটি ৫৬৬.৪০ অঙ্ক হ্রাস পেল৷ এর ফলে একদিনে ৫.৮২ কোটি টাকা ক্ষতি হল লগ্নিকারীদের৷

 

খেলা

  • ২০২১ সালের জুলাই-আগস্ট মাসে জাপানের ফুকুওকায় যে বিশ্ব সাঁতার মিট আয়োজনের কথা ছিল তা পিছিয়ে ২০২২ সালের মে মাসে অনুষ্ঠিত হবে বলে জানানো হল৷
  • জার্মানির বুন্ডেশলিগা ও জার্মান লিগের ১০ জন ফুটবলার করোনায় আক্রান্ত হলেন৷
  • ইস্টবেঙ্গল-মোহনবাগানের যেসব খেলোয়াড় স্পেন থেকে খেলতে এসেছিলেন, এতদিনে তাঁরা দেশের পথ ধরলেন৷ ২৯ ঘণ্টার বাস সফরে কলকাতা থেকে দিল্লি পৌঁছলেন তাঁরা৷