ইন্টেলিজেন্স ব্যুরোয় এসিয়াইও-টু নিয়োগ পরীক্ষার ইন্টারভিউ

595
0

ইন্টেলিজেন্স ব্যুরোয় এসিআইও-টু/ইএক্সই নিয়োগ পরীক্ষার ইন্টারভিউ শুরু হবে ২৮ মে থেকে। টিয়ার-ওয়ানের অবজেক্টিভ টাইপের পরীক্ষা হয়েছিল ১৫-১০-১৭ তারিখে এবং সাবজেক্টিভ টাইপের টিয়ার-টু হয়েছিল ২৫-২-১৮ তারিখে। কললেটার ইমেল করে পাঠানো হবে। ইন্টারভিউয়ে যাবার আগে https://recruitmentonline.in/mha11 ওয়েবসাইটে বিস্তারিত জেনে সেখানে দেওয়া ফর্ম পূরণ করে নির্দেশমতো প্রমাণপত্র সমূহের স্ক্যান করা কপি আপলোড করতে হবে।