উত্তর-পূর্ব রেলে ১১০৪ অ্যাপ্রেন্টিস

936
0
nfr railway apprentice 2022

উত্তর-পূর্ব রেলে ১১০৪ জন অ্যাপ্রেন্টিস ট্রেনি নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। প্রার্থী বাছাই করবে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল গোরক্ষপুর।

ওয়ার্কশপ/ ইউনিট অনুযায়ী শূন্যপদ: মেকানিক্যাল ওয়ার্কশপ গোরক্ষপুর: ৪১১, সিগন্যাল ওয়ার্কশপ গোরক্ষপুর ক্যান্টনমেন্ট: ৬৩, ব্রিজ ওয়ার্কশপ গোরক্ষপুর ক্যান্ট: ৩৫, মেকানিক্যাল ওয়ার্কশপ ইজ্জত নগর: ১৫১, ডিজেল শেড ইজ্জত নগর: ৬০, ক্যারেজ অ্যান্ড ওয়াগন লক্ষ্ণৌ জংশন: ১৫৫, ডিজেল শেড গোন্ডা: ৯০, ক্যারেজ অ্যান্ড ওয়াগন বারাণসী: ৭৫। ট্রেড অনুযায়ী শূন্যপদ সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে।

বয়সসীমা: ২৫ ডিসেম্বর ২০১৯ তারিখে বয়স হতে হবে ১৫-২৪ বছরে মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ হাইস্কুল/ দশম শ্রেণি পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই।

প্রার্থী বাছাই পদ্ধতি: মাধ্যমিক/সমতুল পরীক্ষার নম্বরের মেধাতালিকার ভিত্তিতে প্রার্থীদের নথিপত্র যাচাইয়ের জন্য ডাকা হবে। একাধিক ইউনিট/জায়গার শূন্যপদ বাছতে পারেন, সেক্ষেত্রে একটির মেধাতালিকায় না এলে অন্যটির জন্য বিবেচিত হবেন।

ট্রেনিংয়ের সময়সীমা স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা এক বছর, ট্রেনিং চলাকালীন প্রার্থীকে নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না। অইনলাইন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: https://ner.indianrailways.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।

https://ner.indianrailways.gov.in/uploads/files/1574677643274-aapp.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।