এনটিএ-র অনলাইন আবেদনপত্র সংশোধনের সুযোগ

1007
0
Current Affairs 24th November

ন্যাশনাল টেস্টিং এজেন্সির অধীন বেশ কিছু পরীক্ষার অনলাইন আবেদনপত্রের তথ্য, পরীক্ষাকেন্দ্র, ফোটোগ্রাফ ও স্বাক্ষর সংশোধন করা যাবে আগামী ২০ জুলাই পর্যন্ত৷ সম্প্রতি ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে একটি নোটিস জারি করে এমনটা জানানো হয়েছে৷

যে সমস্ত পরীক্ষার আবেদনপত্রে সংশোধন করা যাবে সেগুলি হল:

১. ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনির্ভাসিটি (ইগনু) পিএইচডি এবং ওপেনম্যাট (এমবিএ) প্রবেশিকা পরীক্ষা ২০২০, ওয়েবসাইট: ignouexams.nta.nic.in

২. ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচার রিসার্চ (আইসিএআর) এআইইএ ২০২০, ওয়েবসাইট icar.nta.nic.in

৩. জওহরলাল নেহরু ইউনির্ভাসিটি প্রবেশিকা পরীক্ষা ২০২০, ওয়েবসাইট: jnuexams.nta.nic.in

৪. ইউজিসি-ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (ইউজিসি নেট) জুন ২০২০, ওয়েবসাইট: ugcnet.nta.nic.in

৫. জয়েন্ট সিএসআইআর-ইউজিসি নেট পরীক্ষা জুন ২০২০, ওয়েবসাইট: csirnet.nta.nic.in

৬. অল ইন্ডিয়া আয়ুষ পোস্ট গ্র্যাজুয়েট প্রবেশিকা পরীক্ষা (এআইএপিজিইটি) ২০২০, ওয়েবসাইট: ntaaiapget.nic.in

https://data.nta.ac.in/Download/Notice/Notice_20200716081822.pdf লিঙ্কে গিয়ে নোটিসটি দেখতে পাওয়া যাবে৷

 

লাইভটিভিদেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল