কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ জুলাই ২০২০

608
0
wbjee 2022 result

আন্তর্জাতিক

  • চরবৃত্তির দায়ে দেশের এক প্রতিরক্ষাকর্মীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান৷ রেজা আসগকর নামে ওই কর্মী মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ-র কাছে ক্ষেপণাস্ত্র সংক্রান্ত তথ্য পাচার করেছেন বলে অভিযোগ৷ এদিকে ১৭ বছর পর কোনো মৃত্যুদণ্ড কার্যকর হল মার্কিন যুক্তরাষ্ট্রে৷ ইন্ডিয়ানা প্রদেশে ড্যানিয়েল লিউইস লি নামে এক ব্যক্তিকে বিষ ইঞ্জেকশন প্রয়োগে মৃত্যুদণ্ড কার্যকর করা হল৷ ১৯৯৬ সালে ডাকাতি করতে গিয়ে ৩ জনকে খুনের মামলায় দোষী সাব্যস্ত হয় সে।
  • গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস সংক্রমণে ব্রাজিলে ১,৩০০ জন এবং মার্কিনন যুক্তরাষ্ট্রে ৯০০ জনের মৃত্যু হল৷ একই সময়ে দুই দেশে ৪১ হাজার ও ৬৭ হাজার মানুষ সংক্রমিত হয়েছেন৷ বিশ্বে মোট ১৩,৬০,৪৩২৯ জন আক্রান্ত হয়েছেন এবং ৫,৮৪,০২১ জনের প্রাণহানি হয়েছে এই সংক্রমণে৷

 

 

জাতীয়

  • অসমে ২৬টি জেলায় ভয়াল বন্যায় ঘরছাড়া হতে হয়েছে ৩৬ হাজার মানুষকে৷ প্রাণহানির সংখ্যা ৭২৷ ক্ষতিগ্রস্ত ৩৫ লক্ষ জন৷ এদিন গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদের জলতল ছিল ৫১.২৩ মিটার যা গত ১৪ বছরে সর্বোচ্চ৷
  • গত ২৪ ঘণ্টায় দেশে ২৯,৪২৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ও ৫৮২ জন প্রাণ হারিয়েছেন৷ গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩,২০,১৬১টি নমুনা পরীক্ষা হয়েছে৷ দেশে মোট ৯,৩৬,১৮১ জন আক্রান্ত হয়েছেন৷ প্রাণহানি হয়েছে ২৪,৩০৯ জনের৷৷ পশ্চিমবঙ্গে প্রাণহানির সংখ্যা হল ১,০০০৷ এছাড়া কো-মর্বিডিটিতে ৮১৫ জন প্রাণ হারিয়েছেন৷ করোনা মোকাবিলায় কর্মে নিযুক্ত কোনো সরকারি কর্মীর মৃত্যু হলে পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের ১ জনকে চাকরি দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
  • এশিয়ান ডেভেলপমেন্ট ব্য্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন অশোক লাভাসা৷ তিনি বর্তমানে দেশের অন্যতম নির্বাচন কমিশনার৷ আগামী বছর তাঁর মুখ্য নির্বাচন কমিশনার হওয়ার কথা ছিল৷

 

বিবিধ

  • পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষায় ৮৬.৩৪ শতাংশ পরীক্ষার্থী পাশ করলেন৷ প্রথম ১০০টি স্থানে রয়েছেন ৮৪ জন৷ এটি একটি রেকর্ড৷ এদিকে সিবিএসই দশমে ৯১.৪৬৬ শতাংশ পড়ুয়া উত্তীর্ণ হয়েছে৷
  • ১৮ বছর পর বাণিজ্যউদ্বৃত্ত হল ভারতে৷ গত জুন মাসে দেশে আমদানি ৪৭.৫৯ শতাংশ এবং রপ্তানি ১২.৪১ শতাংশ হ্রাস পেয়েছে৷ আমদানি ২১১১ কোটি ডলার ও রপ্তানি ২১৯১ কোটি ডলার কমেছে৷ সব মিলিয়ে আমদানি উদ্বৃত্ত হয়েছে ৮০ কোটি ডলার৷ এর আগে ২০০২ সালের জানুয়ারি মাসে ১১ কোটি ডলার বাণিজ্যউদ্বৃত্ত হয়েছিল৷
  • মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল ৩৩,৭৩৭ কোটি টাকা দিয়ে জিও প্ল্যাটপর্মের ৭.৭ শতাংশ শেয়ার কিনছে. এর আগে ১২টি সংস্থার কাছে ১.১৮ লক্ষ কোটি টাকার শেয়ার বিক্রি করা হয়েছিল৷ এবার গুগলের সঙ্গে হাত মিলিয়ে ৫ জি প্রযুক্তি আনার সিদ্ধান্ত জানালেন রিলায়ান্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি৷
  • শান্তিনিকেতনে বিশ্বভারতীর সাপ্তাহিক উপাসনায় সাম্মানিক আচার্য পদে বসানো হল সাফাইকর্মী কালীচরণ হেমব্রমকে৷

 

খেলা

  • ২০২২ সালে বিশ্বকাপ ফুটবলের নির্ঘণ্ট প্রকাশ করল ফিফা৷ ৩২টি দেশকে নিয়ে প্রতিযোগিতার আসর বসবে কাতারে৷ ২১ নভেম্বর উদ্বোধনী ম্যাচ হবে আল বায়েত স্টেডিয়ামে৷ ১৮ ডিসেম্বর লুসেইল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে৷ কাতারে গরমের কারণেই বিশ্বকাপ নভেম্বর-ডিসেম্বর মাসে পিছিয়ে দিল ফিফা৷

 

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল