এসএসসির কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি ২০১৮ টিয়ার-১ পরীক্ষার নানা তথ্য

917
0
SSC Stenographer Recruitment 2023

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৮-র কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি (১০+২) লেভেল টিয়ার-১ পরীক্ষা হয়েছে গত ১ থেকে ১১ জুলাই। ওই পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিলেন মোট ২৯.৬৮ লক্ষ জন, পরীক্ষায় বসেছেন ১৩.১৭ লক্ষ অর্থাৎ ৪৪.৩৭% প্রার্থী। ৩৩টি রাজ্যে/কেন্দ্রশাসিত অঞ্চলের ১৪৬ শহরে ৩৬১টি কেন্দ্রে এই পরীক্ষা হয়েছে, ৯ দিন ধরে মোট ২৫ শিফটে। পরীক্ষার ফল বেরনোর সম্ভাব্য তারিখ আগামী ১১ সেপ্টেম্বর। কমিশনের ১২ জুলাইয়ের এই ঘোষণাটি দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_chsl_12072019.pdf