কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার জন্য আবেদন: কমিশনের পরামর্শ

686
0
ssc cgl result

যাঁরা স্টাফ সিলেকশন কমিশনের ২০১৯-এর কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার জন্য আবেদন করতে চান তাঁদের নিজেদের স্বার্থেই শেষ তারিখ অর্থাৎ ২৫ নভেম্বরের জন্য অপেক্ষায় না থেকে অনেক আগে আবেদন করতে পরামর্শ দিচ্ছে কমিশন। ৪ নভেম্বরের এক বিজ্ঞপ্তিতে কমিশন জানাচ্ছে, শেষের দিনগুলোয় সার্ভারে আবেদনের জন্য ভিড় অত্যধিক হতে পারে। এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Important_notice_cgl19_04112019.pdf

আবেদনের জন্য আমাদের বিস্তারিত খবরের লিঙ্ক: https://jibikadishari.co.in/?p=13223