কলকাতা পুলিশে অবসরপ্রাপ্তদের জন্য ১৮

1202
0
West Bengal Govt Job

কলকাতা পুলিশে অবসরপ্রাপ্তদের জন্য একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিযুক্ত করা হবে। বিজ্ঞপ্তি নম্বর – 01/Emp/Estt/2020, Date:  18/02/2020

শূন্যপদ— লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ১৪ (অসংরক্ষিত ৫, এসসি ৩, ওবিসি-এ ৩, ওবিসি-বি ৩), কম্পোজিটর ১ (এসটি), প্রেসম্যান ১ (অসংরক্ষিত), মোটর মেকানিক ২ (এসসি ১, এসটি ১)।

যোগ্যতা— সংশ্লিষ্ট পদে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাই আবেদন করতে পারবেন। প্রাথীদের ১ আগস্ট, ২০২০ অনুযায়ী সর্বোচ্চ বয়স হতে হবে ৬৪ বছর।

ইন্টারভিউ— আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে এই পদগুলির জন্য পরীক্ষা নেওয়া হবে। ইন্টারভিউয়ের  দিন প্রার্থীকে আবেদন পত্র, রিটায়ারমেন্ট নোটিসের কপি, আইডেন্টিটি প্রুফ, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার নথি নিয়ে যেতে হবে।

ইন্টারভিউ স্থল— ব্রিফিং রুম, কলকাতা পুলিশ হেডকোয়ার্টার্স, ১৮, লালবাজার স্ট্রিট, কলকাতা-৭০০০০১।

আবেদন পত্রের নমুনা ডাউনলোড লিঙ্ক— http://www.kolkatapolice.gov.in/images/docs/Recruitment_01_estt_2020.pdf

 

 

Kolkata Police, kolkata police recruitment