কলকাতা পোর্ট ট্রাস্টে ৭ নার্স

1094
0
Kolkata Recruitment, Nurse, Kolkata Nursing Jobs

কলকাতা পোর্ট ট্রাস্টে ৭টি নার্স পদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

যোগ্যতা: ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল বা অন্য রাজ্যের নার্সিং কাউন্সিল অনুমোদিত প্রতিষ্ঠান থেকে জিএনএম/বিএসসি নার্সিং / এমএসসি নার্সিং হতে হবে।  ইন্টার্নশিপও করে থাকতে হবে। ১ বছরের সরকারি বা প্রাইভেট হাসপাতালে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী সর্বোচ্চ ৫০ বছর।

পারিশ্রমিক: ২৭৯৯০ টাকা প্রতি মাস। এছাড়াও ইউনিফর্ম অ্যালাউয়েন্স, ওয়াশিং অ্যালাউয়েন্স, নাইট শিফট অ্যালাউয়েন্স রয়েছে।

ইন্টারভিউ: এই পদের জন্য আগামী ২১ ও ২২ জানুয়ারি, ২০২০ সকাল ১০টা থেকে বেলা ২টো পর্যন্ত ওয়াক-ইন ইন্টরভিউ হবে। ইন্টারভিউ স্থল: সেন্টিনারি হসপিটাল, কলকাতা পোর্ট ট্রাস্ট, ১ ডায়মন্ড হারবার রোড, মাঝেরহাট, পিন-৭০০০৫৩।

ইন্টারভিউয়ের দিন সঙ্গে নিয়ে যেতে হবে ১) সাধারণ কাগজে টাইপ করা ও নিজের স্বাক্ষর করা বায়োডেটা, ২) ২টি পাসপোর্ট মাপের ছবি, ৩) জন্মতারিখের শংসাপত্র, ৪) জিএনএম/বিএসসি/এমএসসি নার্সিং সার্টিফিকেট, ৫) নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ৬) নিজের অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ৭) আধার বা প্যান কার্ড, ৮) অভিজ্ঞতার সার্টিফিকেট, ৯) অন্যান্য প্রয়োজনীয় নথি।

বিজ্ঞপ্তির লিঙ্ক: http://kolkataporttrust.gov.in/showfile.php?layout=1&lang=1&level=1&sublinkid=4516&lid=3808

 

 

Nurse Recruitment, Kolkata Port Trust,