কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ সেপ্টেম্বর ২০২০

687
0

আন্তর্জাতিক

  • মার্কিন যুক্তরাষ্ট্রে যে-কোনো দেশের সাংবাদিকদের ২৪০ দিনের ভিসা দেওয়া হবে। কেবল চিনের সাংবাদিকদের ক্ষেত্রে তা হবে ৯০ দিনের। এই বিজ্ঞপ্তি জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র সরকার।
  • ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও মাধ্যমে বৈঠক করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপক্ষের সঙ্গে। শ্রীলঙ্কায় তামিলদের অধিকার সহ বিভিন্ন দ্বিপক্ষিক বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে।
  • করোনা সংক্রমণে বিশ্বে ৯ মাসে মৃতের সংখ্যা ৯ লক্ষ অতিক্রম করেছে। প্রতিষেধক আসতে-আসতে মৃতের সংখ্যা ২৯ লক্ষ অতিক্রম করে যেতে পারে বলে মন্তব্য করলেন ‘হু’-এর অন্যতম কর্তা মাইক বায়ান। এদিকে বিশ্বে এই রোগে সংক্রমিত হয়েছেন ৩,২৯,৭৯,৬১২ জন। মোট প্রাণহানি হয়েছে ৯,৯৬,৫৬৫ জনের।

 

জাতীয়

  • রাষ্ট্রসংঘের ৭৫তম অধিবেশনে বক্তব্য রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রসংঘের সংস্কার সাধন ও নিরাপত্তা পরিষদে ভারতকে অন্তর্ভুক্ত করার দাবি জানালেন তিনি। এদিকে রাষ্ট্রসংঘে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দাবি নস্যাত করে ভারতের প্রতিনিধি টি এস তিরুপতি পাকিস্তানের সংখ্যালঘুদের ওপর অত্যাচার, বাংলাদেশে গণহত্যা প্রভৃতি প্রসঙ্গ উত্থাপন করেছেন।
  • দেশে একদিনে করোনা সংক্রমণ থেকে মুক্ত হলেন ৯৩,৪২০ জন। আক্রান্ত হলেন ৮৫,৩৬২ জন। অন্যদিকে দেশে মোট সংক্রমিতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ৫৯,০৩,৯৩২। মোট প্রাণহানি হয়েছে ৯৩,৩৭৯ জনের।

 

খেলা

  • টানা ১৬টি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়লেন বিস্ময়কর প্রতিভাবান পোল ভল্টার আর্মান্ড ডুপ্লান্টিস। তিনি এদিন কাতারের রাজধানী দোহায় ডায়মন্ড লিগে চ্যাম্পিয়ন হলেন।
  • ভারতে মহিলা ক্রিকেটার নির্বাচক কমিটির চেয়ারপার্সন হলেন প্রাক্তন ক্রিকেটার নিতু ডেভিড। তিনি হেমলতা কালার স্থলাভিষিক্ত হলেন।

 

বিবিধ

  • অর্থনীতিবিদ ইশর জাজ আলুওয়ালিয়া (৭৫) প্রয়াত হলেন। কলকাতার মেয়ে ইশর আই এম এফে কর্মরত ছিলেন। আইসিআর, আইইআর (ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস)-এর চেয়ারম্যান মন্টেক সিং আলুওয়ালিয়া তাঁর স্বামী।
  • ভারতে বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশেষ গবেষণার জন্য শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারে কৃতীদের নাম ঘোষণা করা হল। এই পুরস্কার কেই ভারতে সর্বোচ্চ সম্মানে মর্যাদা দেওয়া হয়। সাতটি বিভাগে মোট ১৪ জন পুরস্কার জয়ীর এবার ৬ জনই বাঙালি। তাঁরা হলেন জ্যোতিময়ী দাল, অভিজিত মুখোপাধ্যায়, রজতশুভ্র হাজরা সহ আরও কয়েকজন।

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল