কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ অক্টোবর ২০১৯

579
0

আন্তর্জাতিক

  • ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শীর্ষ বৈঠক সফল হল। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জঁ ক্লোদ জ্যাঁকার জানালেন জনসন প্রদত্ত সংশোধিত চুক্তিটি তাঁদের পছন্দ হয়েছে।এরপর ব্রিটিশ সংসদে তা অনুমোদিত হলে তবে ব্রেক্সিট চুক্তি হবে।
  • অবশেষে উত্তর সিরিয়ায় সংঘর্ষ বিরতিতে সম্মত হল তুরস্ক। এদিন আঙ্কারায় উড়ে এসে তুরস্কের রাষ্ট্রপতি রিচেপ তাইয়েপ এর্গোদানের সঙ্গে বৈঠক করলেন একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। মার্কিন উপরাষ্ট্রপতি মাইক পেন্স, বিদেশ সচিব মাইক পম্পেয়ো এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ব্রায়েল প্রায় ৪ ঘণ্টা ধরে বৈঠক করলেন এর্গোদানের সঙ্গে।

 

জাতীয়

  • বেআইনিভাবে অভিবাসনের অভিযোগে ৩১১ জন ভারতীয়কে দিল্লিতে ফেরত পাঠল মেক্সিকোর অভিবাসন কর্তৃপক্ষ। এই প্রথম এই ধরনের পদক্ষেপ নিল।
  • ভারতের স্পাইসজেটের বিমানকে যুদ্ধবিমান ভেবে ভুল করেছিল পাকিস্তন। গত ২৪ সেপ্টেম্বর যাত্রীবাহী বিমানটি দি্ল্লি থেকে কাবুল গিয়েছিল। বিমানবাহিনীর দুটি এফ ১৬ বিমান যাত্রীবিমানটিকে তাড়া করতে গিয়ে ভুল বুঝতে পারে। দিন এই তথ্য জানানো হল।

 

বিবিধ

  • ২০২০ সালের জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে জি-৭ সম্মেলন আয়োজিত হবে মায়ামির ট্রাম্প ডোরাল গল্ফ রিসর্টে। এই রিসর্টের মালিক ডোনাল্ড ট্রাম্প স্বয়ং। বস্তুত তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের যে অভিযোগ উঠতে শুরু করেছে তা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিরল।
  • দেশের আধাসামরিক বাহিনীর জওয়ানরা বছরে যাতে অন্তত ১০০ দিন পরিবারের সদস্যদর সঙ্গে কাটাতে পারেন সে ব্যবস্থা করতে নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

 

খেলা

  • ২০২৩ হকি বিশ্বকাপ আয়োজনের দাবি জানাল ভারত। এর আগে ভারত দুবার হকি বিশ্বকাপের আয়োজন করেছিল। ভারত ছাড়া বেলজিয়ামও এই দাবি জানাল।
  • বক্সিং রিংয়ে মাথায় চোট পেয়ে মৃত্যু হল প্যাট্রিক ডে নামে এক বক্সারের। ২৭ বছরের প্যাট্রিক মার্কিন যুক্তরাষ্ট্রে দুবারের জাতীয় চ্যাম্পিয়ন। গত জুলই মাসে অনুরূপভাবে মৃত্যু হয়েছিল আর্জেন্টিনার বক্সার হুগো শান্তিলানের।