কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ ডিসেম্বর ২০১৭

477
0
current-affairs-18122017-picture

জাতীয়

  • গুজরাট ও হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হল। গুজরাটে ষষ্ঠবারের জন্য ক্ষমতা ধরে রাখল বিজেপি। তারা ৪৯.১ শতাংশ ভোট পেয়ে ১৮২ আসনের মধ্যে ৯৯টিতে জয়ী হয়েছে। বিরোধী কংগ্রেস ৪১.৪ শতাংশ ভোট পেয়ে ৭৭টি আসনে জয়ী হল। হিমাচল প্রদেশে ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ হল কংগ্রেস। ৬৮ আসনের বিধানসভায় বিজেপি ৪৪ এবং কংগ্রেস ২১টি আসন জিতল। এই রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী পদ প্রার্থী প্রেম কুমার ধুমাল হেরে গেলেন। প্রসঙ্গত, ২০১২ সালে গুজরাটে বিজেপি ১১৫, কংগ্রেস ৬১ এবং হিমাচলে কংগ্রেস ৩৬, বিজেপি ২৬টি আসন জিতেছিল।

আন্তর্জাতিক

  • বর্ণবিদ্বেষমূলক আচরণের অভিযোগ ওঠায় ক্ষমা চাইলেন ফ্রান্সের প্রাক্তন জাতীয় ফুটবলার অ্যান্টনি গ্রিয়াজমান। তিনি কালি মাখা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কৃষ্ণাঙ্গদের অপমান করেছেন বলে অভিযোগ উঠেছিল।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ট্রেন ওভারব্রিজ থেকে নিচে পড়ে গেল। সিয়াটেল থেকে পোর্টল্যান্ডগামী ট্রেনটিতে ৭৮ জন যাত্রী ছিলেন। অন্তত ৬ জন যাত্রীর মৃত্যুর খবর জানা গেছে।
  • চিলির রাষ্ট্রপতি হলেন সেবাস্টিয়েন পিনিয়ে। ২০১০-২০১৪ সালেও তিনি এই পদে ছিলেন। ধনকুবের পিনিয়ে কনজারভেটিভ দলের সদস্য।
  • লেবাননে ব্রিটিশ দূতাবাসের এক কর্মী রেবেকা ডাইকমকে হত্যা করা হল। এই ঘটনায় এক উবের চালককে গ্রেফতার করা হয়েছে।

খেলা

  • ২০১৭ সালের অ্যাসেজ সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। পারথ টেস্টে তারা হারাল ইংল্যান্ডকে। ফলে সিরিজের প্রথম তিন টেস্ট জিতেই সিরিজ জয় নিশ্চিত করল স্টিভ স্মিথের দল। এই টেস্টে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের যে বলে ইংল্যান্ডের জেমস ভিন্স বোল্ড আউট হলেন, সেই অবিশ্বাস্য স্যুইং করা বলটিকে শতাব্দীর সেরা বল বলা হচ্ছে। সংক্ষিপ্ত স্কোর অস্ট্রেলিয়া ৬৬২/৯, ইংল্যান্ড ৪০৩ ও ২১৮।
  • জোহানেসবার্গে অনুষ্ঠিত কমনওয়েলথ কুস্তি প্রতিযোগিতায় একই দিনে দুটি সোনার পদক জিতল ভারত। সুশীল কুমার, সাক্ষী মালিক সোনা জিতলেন, ব্রোঞ্চ পদক জিতলেন প্রভীন রানা।
  • অবসর নিলেন ব্রাজিলের তারকা ফুটবলার কাকা। তিনি ২০০২ সালে বিশ্বকাপজয়ী দলে ছিলেন। ২০০৭ সালে চ্যাম্পিয়ন লিগজয়ী এসি মিলান দলের সদস্য ছিলেন কাকা। ২০০৭ সালে ব্যালন ডি’ ওর জিতেছিলেন কাকা। ব্রাজিলের হয়ে ৯২টি ম্যাচে ২৯টি গোল আছে তাঁর। এসি মিলানে প্রশাসনিক কাজে যোগ দেবেন তিনি।

বিবিধ

  • পশ্চিমবঙ্গের ২৫০টি পঞ্চায়েত এলাকায় সমবায় ব্যাঙ্কের শাখা খোলা হবে বলে জানালেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়।
  • ২০১৮ সালের বাজেট নথিতে ৭ রকম শব্দ ব্যবহার না করে বিকল্প শব্দবন্ধ ব্যবহার করতে হবে বলে আধিকারিকদের জানাল ওয়াশিংটন প্রশাসন। ডাইভার্সিটি, ফিটাস, ট্রান্সজেন্ডার, ভালনারেবল, এনটাইটেলমেন্ট, সায়েন্স কোড, এভিডেন্স বেসড প্রভৃতি শব্দ ব্যবহারে নিষেধ করা হল আধিকারিকদের।