কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ এপ্রিল ২০১৮

534
0
current-affairs-19042018-picture

জাতীয়

  • সিবিআই আদালতের প্রয়াত বিচারপতি ব্রিজগোপাল হরিকিষান লোয়ার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে রায় দিল সুপ্রিম কোর্ট। একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই রায় দেওয়া হল। ২০১৪ সালের ১ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।
  • লন্ডনে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের অবসরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করলেন।
  • ডিব্রুগড়ের চাবুয়া বিমানঘাঁটি পরিদর্শন করলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন।

আন্তর্জাতিক

  • কিউবার পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন মিগেল ডিয়াজ কানাল (৫৭)। এদিন হাভানায় ৬০৫ জন প্রতিনিধির ন্যাশনাল অ্যাসেম্বলি সর্বসম্মতিক্রমে তাঁর নাম চূড়ান্ত করে। কমিউনিস্ট দল শাসিত কিউবায় দলীয় প্রধান পদে থাকছেন বিদায়ী রাষ্ট্রপ্রধান রাউল কাস্ত্রো (৮৬)। কিউবায় বিপ্লব-পরবর্তী ৬ দশকে ফিদেল কাস্ত্রো এবং রাউল কাস্ত্রোর পর কানাল হচ্ছেন তৃতীয় রাষ্ট্রপতি। ২০১৩ সাল থেকে তিনি ছিলেন দেশের উপরাষ্ট্রপতি।
  • কুখ্যাত জঙ্গি হানা ৯/১১-এর মূল ষড়যন্ত্রকারী মহম্মদ হায়দার জাম্মারকে সিরিয়া থেকে আটক করা হয়েছে বলে দাবি জানাল কুর্দিশ বিদ্রোহীরা। জার্মান নাগরিক হায়দরকে ২০০১ সালের ডিসেম্বর মাসে গ্রেপ্তার করে সিরিয়ার হাতে তুলে দিয়েছিল মরক্কো। সিরিয়ার গৃহযুদ্ধে জেল থেকে পালিয়েছিল সে।
  • কমনওয়েলথ-এর ৫৩টি সদস্যদেশের শীর্ষ সম্মেলনের সূচনা করলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ।

খেলা

  • রাশিয়ার আসন্ন ফুটবল বিশ্বকাপে প্রতি ম্যাচের সিদ্ধান্ত পর্যালোচনার জন্য ৪ জন করে ‘ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারি’ রাখার সিদ্ধান্ত জানাল ফিফা।
  • ২০১৭ সালে ‘ইরমা’ এবং ‘মারিয়া’ ঘূর্ণিঝড়ে ওয়েস্টইন্ডিজের বিভিন্ন স্টেডিয়ামের প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছে। এরকম ৫টি স্টেডিয়ামের সংস্কারের জন্য অর্থ সংগ্রহে আগামী ৩১ মে লর্ডসে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ হবে বলে এদিন জানাল আইসিসি। ওই ম্যাচ আইসিসি একাদশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে অনুষ্ঠিত হবে।

বিবিধ

  • দেশের সমস্ত রাজ্যে ব্যক্তিগত গাড়ির কর ও ভাড়া গাড়ির বার্ষিক মাসুল অভিন্ন করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পেশ করল কেন্দ্রের পরিবহণ বিষয়ক কমিটি।
  • ৫০০০ কোটি টাকার নিট সম্পদ থাকা যে-কোনো সংস্থা বা সংস্থার জোট রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া কেনার জন্য আবেদন করতে পারবে বলে এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের বিলগ্নীকরণ দপ্তর।
  • ট্যাক্সি, ই-রিকশা, ৩ চাকার গাড়ি, ২ চাকার যানবহনের জন্য আর কমার্শিয়াল লাইসেন্সের প্রয়োজন হবে না। ব্যক্তিগত ড্রাইভিং লাইসেন্সই যথেষ্ট বলে বিবেচিত হবে। এই নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক।