কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ আগস্ট ২০২০

1045
0

আন্তর্জাতিক

  • জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে পদত্যাগ করলেন৷ জাপানের ইতিহাসে সব থেকে বেশি সময় ধরে তিনি ছিলেন প্রধানমন্ত্রী৷ জটিল রোগে আক্রান্ত হওয়ায় শারীরিক কারণে এই সিদ্ধান্ত নিতে হল বলে জানিয়েছেন তিনি৷
  • লন্ডনের ব্লুমসবেরির ৪ নম্বর ট্যভিটিনের বাড়িতে দীর্ঘ দিন বসবাস করেছিলেন নুর এনায়েতে খান৷ ওই বাড়ির সামনে ঐতিহ্যশালী ‘ব্লু প্লাক’ বসানোর সিদ্ধান্ত জানাল ইংলিশ হেরিটেজে৷ টিপু সুলতানের বংশধর নুর ভারতীয় বংশোদ্ভূত৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটিশ গুপ্তচর হয়ে ব্রিটেন থেকে প্যারিসে গিয়েছিলেনে৷ সেখানে তিনি ধরা পড়ে যান নাৎসিদের হাতে৷ কঠোর অত্যাচার সহ্য করে ‘দোখাও কনসেনট্রেশন ক্যাম্পে’ মৃত্যুবরণ করেন, তাও কোনো কথা ফাঁস করেননি তিনি। ১৯৪৯ সালে ব্রিটেনের সর্বোচ্চ সম্মান ‘জর্জ ক্রুশ’ প্রদত্ত হয় তাঁর স্মৃতিতে৷
  • বিশ্বে ২,৪৮,০৬,৩৫৭ জন কোভিড সংক্রমিত হয়েছেন৷ মোট ৮,৩৮,৭৫৭ জনের প্রাণ গিয়েছে এই সংক্রমণে৷

 

জাতীয়

  • স্নাতক বা স্নাতকোত্তর স্তরে চূড়ান্ত বর্ষের পরীক্ষা না নিয়ে ফল প্রকাশ করা যাবে না—বলে রায় দিল সুপ্রিম কোর্ট৷ ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নিতে হবে৷ কোনো রাজ্য তারপর পরীক্ষা নিতে চাইলে  অনুমতি নিতে হবে—ইউজিসির কাছ থেকে৷ এদিকে করোনা জনিত পরিস্থিতিতে বিহারে বিধানসভা ভোট পিছনো যাবে না বলে জানাল সুপ্রিম কোর্ট৷ সর্বোচ্চ আদালত জানিয়েছে, এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের কাজে তারা হস্তক্ষেপ করবে না৷
  • কোভিড আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কন্যাকুমারী লোকসভা কেন্দ্রর কংগ্রেস সাংসদ বসন্তকুমার৷ দেশে একদিনে ৭৭ হাজার জন কোভিড সংক্রমিত হলেন৷ এই নিয়ে টানা ২২ দিন দৈনিক সংক্রমণে বিশ্বে শীর্ষস্থানে রয়েছে ভারত৷ মোট সংক্রমিত ৩৩,৮৭,৫০০ জন, মোট প্রাণহানির সংখ্যা ৬১,৫২৯৷

 

বিবিধ

  • জো রুনি ৮৭ প্রয়াত হলেন৷ ১৯৬৯ সালে তোঁর হাত ধরেই শুরু হয়েছিল ‘স্কুবি ডু’ অ্যানিমেশন ধারাবাহিক৷ হানা-বারবারা প্রোডাকশনের হয়ে কেইন স্পিয়ার্সের সঙ্গে তিনি নির্মাণ করেছিলেন এই জনপ্রিয় ধারাবাহিক ‘স্কুবি ডু’৷ স্কুবি ডু নামে একটি কুকুরকে নিয়ে ম্যাগি ফ্রেড, ভেলমা, ড্যাফনিদের অভিযানের কাহিনি এটি৷ এ ছাড়াও জ্যাবারজ, ডগ ওয়ান্ডার প্রভৃতি কার্টুনও তিনি সৃষ্টি করেছিলেন৷
  • স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়িার পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হলেন দীনেশকুমার।—রজনীশ কুমার অবসর নেওয়ার পর তিনি দায়িত্ব গ্রহণ করবেন ৭ অক্টোবর৷

 

খেলা

  • দুবাইয়ে আইপিএল শিবিরে চেন্নাই সুপার কিংস দলের একজন ক্রিকেটার সহ ১১ জনের শরীরে করোনা সংক্রমণের সন্ধান পাওয়া গেল৷
  • কোভিড সংক্রমিত হলেন কুস্তিগির ভিনেশ ফোগট৷
  • ব্রাজিলের প্রাক্তন অধিনায়ক থিয়োগো সিলভা প্যারিস সাঁ জাঁ ত্যাগ করে যোগ দিলেন চেলসিতে৷

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল