কারেন্ট অ্যাফেয়ার্স ৭ ডিসেম্বর ২০১৯

481
0

আন্তর্জাতিক

  • ব্রিটিশ মার্শাল আর্ট বিশেষজ্ঞ কলিন পেনকে ন্যূনতম ১৫ বছরের কারাদণ্ড দিল ব্রিটেনের সোয়ানজি ক্রাউন আদালত। চলতি বছরের জুলাই মাসে তিনি হত্যা করেছিলেন ৫৪ বছরের স্বেচ্ছাসেবী কর্মী মার্ক ব্লুমফিল্ডকে। মার্ক অতীতে মাদার টেরিজার সহকারী হিসাবে কাজ করতেন। নয়ের দশকে কলকাতাতেও তিনি কাজ করেছিলেন। সামান্য বচসা থেকেই তাঁকে খুন করেন পেন।
  • সেপ্টেম্বরে মার্কিন–তালিবান বৈঠক ব্যর্থ হয়েছিল। তারপর এদিন পুনরায় কাতারে দুপক্ষ বৈঠকে বসল। আফগানিস্তানে হিংসা বন্ধ ও সংঘর্ষ বিরতির লক্ষ্যে এই বৈঠকে।
  • গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত মার্কিন নাগরিক ওয়াংকে মুক্তি দিল ইরান। ২০১৬ সাল থেকে তেহেরানে বন্দি ছিলেন তিনি।

 

জাতীয়

  • ‘বিচার কখনও তাৎক্ষণিক হতে পারে না। ন্যায়বিচার যদি প্রতিশোধের চেহারা নেয় তাহলে তাকে আর ন্যায়বিচার বলা যায় না।’ এদিন এই মন্তব্য করলেন দেশের প্রধান বিচারপতি এস এ বোরদে। রাজস্থানের যোধপুরে একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ মামলার দীর্ঘসূত্রিতা নিয়ে উষ্মা প্রকাশ করলেন। দেশে ৭০৪টি ফাস্ট ট্র্যাক আদালত থাকলেও মামলার নিষ্পত্তি যে সময়সাপেক্ষ তা মেনে নিলেন তিনি।
  • উত্তরপ্রদেশের উন্নাওয়ে নির্যাতিতা অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ দেখানো হল গোটা দেশেই। বিরোধীরা উন্নাওকে দেশে মহিলাদের বিরুদ্ধে অপরাধের রাজধানী বলে ব্যাখ্যা করলেন।

 

বিবিধ

  • সারা বছর ধরে এবং সারা দিন নেফট পরিষেবা পাবেন ব্যাঙ্কের গ্রাহকরা। ১৬ ডিসেম্বর থেকে তা চালু হবে। এজন্য বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন এই তথ্য জানাল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক।

 

খেলা

  • আই লিগে পাঞ্জাব এফসি–ইস্টবেঙ্গল ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকল।
  • সাউথ এশিয়ান গেমসে এদিন ২৯টি পদক জিতল ভারত। এখনও পর্যন্ত ১১০টি সোনা, ৬৯টি রুপো, ৩৫টি ব্রোঞ্জ সহ ভারত জিতেছে ২১৪টি পদক। ১০ মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ও দলগত বিভাগে জোড়া সোনা জেতার পর ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টেও সোনা জিতলেন মেহুলি ঘোষ।
  • এদিন মেয়েদের ক্রিকেটে নেপালের বিরুদ্ধে মালদ্বীপের ইনিংস শেষ হল ৮ রানে। এরমধ্যে ৭ রান ছিল অতিরিক্ত। আইমা আইশাথ ১ রান করলেন। ৯ জন ক্রিকেটার করলেন শূন্য রান। টি২০-র ইতিহাসে এটি সর্বনিম্ন স্কোর।