খেলোয়াড়দের জন্য কেন্দ্রীয় সরকারে ২০ ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এমটিএস

1057
0
Central Government Job, Central Government Employment, Income Tax Dept Job

কেন্দ্রীয় সরকারে আয়কর দপ্তরে পশ্চিমবঙ্গ ও সিকিম রাজ্যে বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কৃতী খেলোয়াড়রা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।

শূন্যপদ ২০টি: ২টি ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, ১৮টি মাল্টি টাস্কিং স্টাফ

ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট— স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, ৮০০০ কি-ডিপ্রেশন প্রতি ঘন্টা টাইপিং স্পিড থাকতে হবে।

মাল্টি টাস্কিং স্টাফ— স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা: ৯ সেপ্টেম্বর, ২০১৯ অনুযায়ী ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ১৮ থেকে ২৭ এবং মাল্টি টাস্কিং স্টাফ পদের জন্য ১৮ থেকে ২৫ বছর।

আবেদন: আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে আবেদন পাঠাতে হবে। আবেদন পত্রের নমুনা, যোগ্যতা সহ অন্যান্য তথ্য পাওয়া যাবে www.incometaxofindia.gov.in ওয়েবসাইটে।

আবেদন পাঠানোর ঠিকানা: The Additional Commissioner of Income Tax, Headquarters (Personnel & Establishment), 1st Floor, Room No 14, Aayakar Bhawan, P-7, Chowrinhgee Square, Kolkata-700069