স্টাফ সিলেকশনের ২০১৮-র জুনিয়র ইঞ্জিনিয়ার দ্বিতীয় পত্রের ফল, ডকুমেন্ট ভেরিফিকেশন

1491
0

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৮-র জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল ও কোয়ান্টিটি সার্ভেইং অ্যান্ড কন্ট্র্যাক্টস) নিয়োগ পরীক্ষার পেপার ওয়ানের ফল কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে গত ১২ ডিসেম্বর, তারপরে একটি অতিরিক্ত তালিকা বেরোয় ২৭ ডিসেম্বর। পেপার-ওয়ানের ফলাফলের ভিত্তিতে মোট ১০,৬৩৫ (সিভিলে ৮,৬৯৭ ও ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যালে ১,৯৩৮) জন দ্বিতীয় পত্রের পরীক্ষায় বসার জন্য নির্বাচিত হয়েছিলেন। সেই দ্বিতীয় পত্রের পরীক্ষা হয় গত ২৯ ডিসেম্বর। এখন পেপার-ওয়ান ও টু-এর মিলিত নম্বরের ভিত্তিতে কাট-অফ মার্কস অনুযায়ী ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা তৈরি হয়েছে। ডকুমেন্ট ভেরিফিকেশন হবে কমিশনের আঞ্চলিক অফিসগুলিতে, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে, আপাতত তাই ঠিক হয়েছে। তারজন্য ই-অ্যাডমিট কার্ড যথাসময়ে আপলোড করা হবে আঞ্চলিক অফিসের ওয়েবসাইটে। কারও যদি তা ডাউনলোড করতে সমস্যা হয় তাহলে অবিলম্বে তা জানাতে হবে আঞ্চলিক অফিসে।

এই পরীক্ষায় সফল ও অসফল হওয়া প্রার্থীদের পাওয়া নম্বর ওয়েবসাইটে দেওয়া হবে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত, দেখা যাবে নিজের রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে ঢুকে রেজাল্ট/মার্কস লিঙ্কে ক্লিক করে। ওই তারিখের পরে আর জানা যাবে না।

কমিশনের ১১ সেপ্টেম্বর তারিখের এই বিজ্ঞপ্তি (No.19/01/2018-C-1/1), বিভিন্ন শাখা ও ক্যাটেগরির কাট-অফ মার্কস সহ দেখা যাবে এই লিঙ্কে:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Writeup_JE2018-Paper-II_11092020.pdf

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল