ডব্লুবিসিএস (মেইন), ২০১৯ আনসার কি প্রকাশিত

1251
0
https://jibikadishari.co.in/municipal-service-commission/

ডব্লুবিসিএস (মেইন), ২০১৯ পরীক্ষার আনসার কি প্রকাশ করল রাজ্য পাবলিক সার্ভিস কমিশন। পেপার ৩, পেপার ৪, পেপার ৫ ও পেপার ৬-এর আনসার কি পিএসসির ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা ওয়েবসাইট থেকে আনসার কি চেক করে নিতে পারবেন। কোন আনসার কি নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে কোন অভিযোগ থাকলে ই- মেল মারফত  তা কমিশনকে জানাতে পারবেন। ই-মেল করতে হবে এই pscwbit01@gmail.in আইডিতে। আগামী ২১ আগস্ট পর্যন্ত অভিযোগের ভিত্তিতে ই-মেল করা যাবে।
পিএসসির একাধিক পরীক্ষা নিয়ে বিভিন্ন দুর্নীতিমূলক অভিযোগ সামনে আসায় তা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়।  ২০১৭ সাল থেকেই পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ এই অভিযোগগুলি নিয়ে আন্দোলন শুরু করে। অবশেষে পরীক্ষার আনসার কি প্রকাশের সিদ্ধান্ত নিলো পিএসসি।

আনসার কি দেখার লিঙ্ক – http://pscwbapplication.in/pdf19/2710581_14_aug_2019.pdf

 

 

 

PSC, PSC Exam, WBCS, WBCS (Main) 2019