দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে বিভিন্ন পদে নিয়োগের পরীক্ষা বিষয়ে

965
0
WB Govt Job Recruitment 2024

দক্ষিণ দিনাজপুর জেলা জজের আদালতে ইংরেজি স্টেনোগ্রাফার (গ্রেড-থ্রি) নিয়োগের (Employment Notification No. 02/DRC-DD/2019-20 dated 20.12.2019) জন্য লিখিত পরীক্ষা হবে আগামী ১ মার্চ রবিবার, মালি পদের জন্য ইন্টারিভিউ হবে আগামী ১৬-২৬ মার্চ। অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে http://applyonline.co.in/dakshindinajpur/index.php লিঙ্ক থেকে, ইংরেজি স্টেনোগ্রাফার পদের জন্য ২০ ফেব্রুয়ারি থেকে ও মালি পদের জন্য ২ মার্চ থেকে। অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্র ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য দেওয়া হবে।

লোয়ার ডিভিশন ক্লার্ক ও অফিস-পিওন পদের জন্য পরীক্ষা আগামী ১ মার্চ হবে না, পরে তারিখ নির্ধারিত হলে যথাসময়ে জানানো হবে।

দক্ষিণ দিনাজপুর জেলা জজ কোর্টের এই বিজ্ঞপ্তি (No. 07/DRC-DD/2019-20 Date: 17.02.2020) দেখা যাবে এই লিঙ্কে:

https://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/2607