দক্ষিণ-পূর্ব রেলে ১১ জুনিয়র ও সিনিয়র ইনস্ট্রাক্টর

1797
0
RRB Technician Recruitment 2024

দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে ১১ জন জুনিয়র ও সিনিয়র ইনস্ট্রাক্টর নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে।

শূন্যপদ: সিনিয়র ইনস্ট্রাক্টর (টেলিকম): শূন্যপদ ১, সিনিয়র ইনস্ট্রাক্টর (সিগন্যাল): শূনপদ ১, জুনিয়র ইনস্ট্রাক্টর (টেলিকম): শূন্যপদ ৪, জুনিয়র ইনস্ট্রাক্টর (সিগন্যাল): শূন্যপদ ৫।

বেতন: পে ব্যান্ড ২ অনুযায়ী মূল বেতন ৯৩০০-৩৪৮০০ টাকা, গ্রেড পে ৪৬০০ টাকা।

যোগ্যতা: সিনিয়র ইনস্ট্রাক্টর (টেলিকম/ সিগন্যাল): ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স/ ইনফরমেশন টেকনোলজি/ কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে চার বছরের ব্যাচেলর ডিগ্রি/ ইলেক্ট্রনিক্সে এমএসসি।

জুনিয়র ইনস্ট্রাক্টর (টেলিকম/ সিগন্যাল): ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স/ ইনফরমেশন টেকনোলজি/ কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা। উচ্চতর যোগ্যতার থাকলে অগ্রাধিকার পাবেন।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.ser.indianrailways.gov.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে। পূরণ করা আবেদনপত্র ১৬ সেপ্টেম্বরের মধ্যে সাইটে দেওয়া ঠিকানায় পৌঁছোতে হবে।

 

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল