নর্দার্ন কোলফিল্ডস লিমিটেডে দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ৮৩৯ জন মাইনিং সর্দার, জুনিয়র ওভারম্যান, সার্ভেয়ার, ডাম্পার অপারেটর, ডোজার অপারেটর, সারফেস মাইনার, পে লোডার অপারেটর, ক্রেন অপারেটর, শভেল অপারেটর, ড্রিল অপারেটর ও ড্র্যাগলাইন অপারেটর নিয়োগ করা হবে। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।
১)বিজ্ঞপ্তি নম্বর: NCL/HQ/PD/Manpower/DR/2018-19/470.
শূন্যপদের বিন্যাস: ক্রমিক সংখ্যা ১: মাইনিং সর্দার টিঅ্যান্ডএস গ্রেড সি: শূন্যপদ ৫৮ (অসংরক্ষিত ১৭, তপশিলি জাতি ৯, তপশিলি উপজাতি ২৮, ওবিসি ৪)। ক্রমিক সংখ্যা ২: জুনিয়র ওভারম্যান টিঅ্যান্ডএস, গ্রেড সি: শূন্যপদ ১৩৭ (অসংরক্ষিত ৩৮, তপশিলি জাতি ৪০, তপশিলি উপজাতি ৪৮, ওবিসি ১১)। ক্রমিক সংখ্যা ৩: সার্ভেয়ার (মাইনিং) টিঅ্যান্ডএস গ্রেড বি: শূন্যপদ ২৫ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১১, ওবিসি ২)।
যোগ্যতা: মাইনিং সর্দার: ১) কোনো স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন বা সমতুল। ২) বৈধ মাইনিং সর্দার সার্টিফিকেট। ৩) বৈধ গ্যাস টেস্টিং ও ফার্স্ট এইড সার্টিফিকেট।
অথবা ১) কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা। ২) বৈধ ওভারম্যান’স সার্টিফিকেট। ৩) বৈধ গ্যাস টেস্টিং ও ফার্স্ট এইড সার্টিফিকেট।
জুনিয়র ওভারম্যান: ১) কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা। ২) বৈধ ওভারম্যান সার্টিফিকেট। ৩) বৈধ গ্যাস টেস্টিং এবং ফার্স্ট এইড সার্টিফিকেট।
সার্ভেয়ার (মাইনিং): ম্যাট্রিকুলেশন এবং সার্ভেয়ার সার্টিফিকেট অথবা মাইনিং/ মাইন সার্ভেয়রে ডিপ্লোমা+এসএসসি গ্র্যান্টেট আন্ডার সিএমআর ’৫৭।
বেতন: গ্রেড বি-এর ক্ষেত্রে মাসে ৩৪৩৯১.৬৫ টাকা। গ্রেড সি-এর ক্ষেত্রে ৩১৮৫২.৫৬ টাকা।
বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর (আবেদনের শেষ তারিখ অনুযায়ী বয়স হতে হবে)। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
আবেদনের পদ্ধতি: www.nclcil.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৩ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত। অনলাইন পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট-আউট ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স রেজিস্টার্ড/ স্পিড পোস্টে পাঠাতে হবে Northern Coalfields Limited, Head Office: Panjreh Bhawan, Morwa, Singrauli-486889, MP ঠিকানায়, পৌঁছনো চাই ১৫ অক্টোবর ২০১৮ তারিখের মধ্যে।
২) বিজ্ঞপ্তি নম্বর: NCL/HQ/PD/Manpower/DR/2018-19/471.
শূন্যপদের বিন্যাস: ডেজিগনেশন কোড: এইচএমভি০১: ডাম্পার অপারেটর (টি): শূন্যপদ ২১৩ (অসংরক্ষিত ১০৭, তপশিলি জাতি ৩১, তপশিলি উপজাতি ৪২, ওবিসি ৩১)। এইচএমভি০২: ডোজার অপারেটর (টি): শূন্যপদ ১২১ (অসংরক্ষিত ৬১, তপশিলি জাতি ১৮, তপশিলি উপজাতি ২৪, ওবিসি ১৮)। এইচএমভি০৩: সারফেস মাইনর/ মাইনর অপারেটর: শূন্যপদ ২৮ (অসংরক্ষিত ১১, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ৯, ওবিসি ৪)। এইচএমভি০৪: পে লোডার অপারেটর (টি): শূন্যপদ ২১ (অসংরক্ষিত ১১, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ৪, ওবিসি ৩)। এইচএমভি০৫: ক্রেন অপারেটর (টি): শূন্যপদ ৩৪ (অসংরক্ষিত ১৭, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৬, ওবিসি ৫)। এইচএমভি০৬: গ্রেডার অপারেটর (টি): শূন্যপদ ৩৮ (অসংরক্ষিত ২১, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৭, ওবিসি ৫)। এইচএমভি০৭: শভেল অপারেটর (টি): শূন্যপদ ৫৬ (অসংরক্ষিত ২৯, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ১১, ওবিসি ৮)। এইচএমভি০৮: ড্রিল অপারেটর (টি): শূন্যপদ ৪৮ (অসংরক্ষিত ২৫, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ৯, ওবিসি ৭)। এইচএমভি০৯: ড্র্যাগলাইন অপারেটর (টি): শূন্যপদ ৬০ (অসংরক্ষিত ৩০, তপশিলি জাতি ৯, তপশিলি উপজাতি ১২, ওবিসি ৯)।
যোগ্যতা: এইচএমভি০১, ০৩, ০৪, ০৫, ০৭ পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন/ এসএসসি/ হাই স্কুল বা সমতুল পাশ এবং আরটিএ/ আরটিও থেকে ভারী যান চালানোর বৈধ লাইসেন্স।
এইচএমভি ০২, ০৬ পদের ক্ষেত্রে পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন/ এসএসসি/ হাই স্কুল বা সমতুল পাশ এবং আরটিএ/ আরটিও থেকে ভারী যান চালানোর বৈধ লাইসেন্স এবং ট্র্যাক ড্রাইভিংয়ের অভিজ্ঞতা।
এইচএমভি০৮ পদের ক্ষেত্রে পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন/ এসএসসি/ হাই স্কুল বা সমতুল পাশ।
এইচএমভি০৯ পদের ক্ষেত্রে পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন/ এসএসসি/ হাই স্কুল বা সমতুল পাশ এবং আরটিএ/ আরটিও থেকে ভারী যান চালানোর বৈধ লাইসেন্স। এবং ডিজেল মেকানিক/ মোটর মেকানিক/ ফিটার ট্রেডে আইটিআই সঙ্গে বৈধ এনসিভিটি অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার।
বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর (আবেদনের শেষ তারিখ অনুযায়ী)। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
আবেদনের পদ্ধতি: www.nclcil.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত। অনলাইন পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট-আউট ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স রেজিস্টার্ড/ স্পিড পোস্টে পাঠাতে হবে Northern Coalfields Limited, Head Office: Panjreh Bhawan, Morwa, Singrauli-486889, MP ঠিকানায়, পৌঁছনো চাই ১৫ অক্টোবর ২০১৮ তারিখের মধ্যে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।