নর্দার্ন রেলে ৩১৬২ অ্যাপ্রেন্টিস

1108
0
exam syllabus

নর্দার্ন রেলে ৩১৬২ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। নোটিস নম্বর: RRC/NR/03/2017/Apprentice Act.

বয়সসীমা: ২৭ জানুয়ারি ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি পাশ বা সমতুল সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে সরকার স্বীকৃত আইটিআই।

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না। অনলাইন মোডে ফি দেওয়া যাবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: www.rrcnr.org ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ: অনলাইন আবেদন করা যাবে ২৮ ডিসেম্বর সকাল ১১টা থেকে ২৭ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত। মেধাতালিকা প্রকাশ করা হবে ১৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে।