পিএসসির ফরেস্ট সার্ভিসে নিয়োগ পরীক্ষার ইন্টারভিউ

848
0

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ২০১৮-র ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল সাবর্ডিনেট ফরেস্ট সার্ভিস-এ নিয়োগের জন্য ইন্টারভিউয়ের তারিখ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন ব্যাচে ভাগ করে ইন্টারভিউ শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর (২৬, ২৭, ৩০, ৩১ ডিসেম্বর, তারপর ২-৩, ৬-১০, ১৩-১৬, ২০-২২, ২৭-২৯ জানুয়ারি, ৩-৬ ফেব্রুয়ারি ও ১০-১৪ ফেব্রুয়ারি) থেকে নির্ধারিত তারিখ অনুযায়ী প্রতিদিন দুই অধিবেশনে, প্রথম অধিবেশন বেলা ১১টা থেকে, দ্বিতীয় অধিবেশন বেলে আড়াইটা থেকে। ইন্টারভিউয়ের জন্য কললেটার ডাউনলোড করে নিতে হবে ১৯ ডিসেম্বর থেকে, পাওয়া যাবে পিএসসির ওয়েবসাইটে (www.pscwbapplication.in)। ব্বিশদ নির্দেশ সহ এই ঘোষণা দেখা যাবে এই লিঙ্কে: https://www.pscwbonline.gov.in/docs/2728026