পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ৪ স্কুলে চাকরি

2471
0
Jela School Recruit

পূর্ব মেদিনীপুরের স্কুলে চাকরি

মেটারনিটি লিভ ভ্যাকান্সিতে কম্বিনেশনে সংস্কৃত সহ বিএ পাস বিএড অসংরক্ষিত অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ আগামী ২০ ডিসেম্বরের মধ্যে আবেদন পাঠাতে হবে ‘The Administrator, Barbaria Balika Vidyalaya (High School), Barbaria Purba Medinipur, PIN-721626’ ঠিকানায়।

 

মেটারনিটি লিভ ভ্যাকান্সিতে কম্বিনেশনে লাইফ সায়েন্স সহ বিএসসি পাস ওবিসি এ অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। ট্রেনিং থাকলে অগ্রাধিকার। যাবতীয় প্রমাণপত্রাদি সহ আগামী ২০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Administrator, Kakgechia SN High School (HS), Kakgechia, PS Tamluk, Purba Medinipur, PIN-721649.

 

 

পশ্চিম মেদিনীপুরের স্কুলে চাকরি

ডেপুটেশন ভ্যাকান্সিতে কম্বিনেশনে বাংলা সহ বিএ পাস বিএড তপশিলি জাতি অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। বায়োডেটা ও যাবতীয় প্রমাণপত্রাদি সহ আগামী ২০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The President, Dhobaberia High School, PO Chandabila, Dist Paschim Medinipur, PIN-721127. মোবাইল নম্বর: ৯৯৩৩১৪৯৬৭৫।

 

২০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত লিয়েন ভ্যাকান্সিতে ম্যাথমেটিক্স সহ পিওর সায়েন্সে বিএসসি অসংরক্ষিত অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। ট্রেনিং থাকলে অগ্রাধিকার। যাবতীয় প্রমাণপত্রাদির দুসেট স্ব-প্রত্যয়িত জেরক্স সহ আগামী ২০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The HM/Secretary, Ranichak, PK Sikshaniketan (HS), PO Takapura, PS Nandigram, Block Nandigram-II, PIN-721432.