বসিরহাট জেলা স্বাস্থ্যে ১৪ নিয়োগ

1557
0
Health & Family welfare

বসিরহাট স্বাস্থ্য জেলার জন্য একাধিক পদে চুক্তি ভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর- DHFWS/BSRHT/518/20.

শূন্যপদ— টেকনিক্যাল সুপারভাইজার ১ (অসংরক্ষিত),  স্টাফ নার্স ৮ (অসংরক্ষিত ৩, এসসি ২, এসটি ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ১), ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট ১ (অসংরক্ষিত), ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অ্যাসোশিয়েট ১ (অসংরক্ষিত), কালাজ্বর ট্রিটমেন্ট সুপারভাইজার ৩ (অসংরক্ষিত ১, এসসি ১, এসটি ১)। আরও কিছু পদ বিজ্ঞপ্তিতে আছে।

শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন—

টেকনিক্যাল সুপারভাইজার: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি/অঙ্ক সহ উচ্চমাধ্যমিক উত্তীর্ণ, সঙ্গে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা অথবা, মেডিকেল ল্যাব টেকনোলজি নিয়ে স্নাতক / স্নাতকোত্তর ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। কম্পিউটার জ্ঞান থাকতে হবে। বয়স— ১ জানুয়ারি, ২০২০ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছর। মাসিক পারিশ্রমিক— মাসে ১৭২২০ টাকা।

স্টাফ নার্স: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত প্রতিষ্ঠান থেকে জিএনএম। স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। বয়স— ১ জানুয়ারি, ২০২০ অনুযায়ী সর্বোচ্চ ৬০ বছর। মাসিক পারিশ্রমিক— ১৭২২০ টাকা।

ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট: হেলথ ম্যানেজমেন্ট নিয়ে ডিগ্রি / ডিপ্লোমা সহ এমবিবিএস/ডেন্টাল/আয়ুষ/নার্সিং গ্র্যাজুয়েট। স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। ১ জানুয়ারি, ২০২০ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছর। মাসিক পারিশ্রমিক— ৪০০০০ টাকা।

ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অ্যাসোশিয়েট— স্নাতক যোগ্যতা সঙ্গে কম্পিউটার এমএস অফিস জ্ঞান থাকতে হবে।  বয়স— ১ জানুয়ারি, ২০২০ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছর। মাসিক পারিশ্রমিক— ১৩৫৬০ টাকা।

কালাজ্বর ট্রিটমেন্ট সুপারভাইজার— স্বীকৃত ইউনিভার্সিটি থেকে বায়োলজি সহ গ্র্যাজুয়েট। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।  বয়স— ১ জানুয়ারি, ২০২০ অনুযায়ী সর্বোচ্চ ৫০ বছর। মাসিক পারিশ্রমিক— ১৭৭২০ বছর।

আবেদন — অনলাইনে আবেদন করতে হবে। আগামী ১৫ মার্চ পর্যন্ত অনলাইন আবেদন চলবে। আবেদন করার পর আবেদনপত্রের প্রিন্ট-আউট নিয়ে রাখতে হবে। আবেদন ফি জমা দেওয়ার পর তার প্রাসঙ্গিক বিবরণ অনলাইন আবেদনের ফর্মে দিতে হবে।

আবেদন ফি — আবেদন ফি লাগবে ১০০ টাকা (সংরক্ষিত শ্রেণির জন্য ৫০ টাকা), অনলাইন ট্রান্সফার বা ক্যাশ ডিপোজিট করতে হবে। In favor of “District Health & Welfare Samiti, Basirhat Health District”, A/C No- 1469104000013217, Ifsc Code – IBKL0001469, Basirhat Branch

 

উক্ত পদগুলি ছাড়া আরও কিছু পদ বিজ্ঞপ্তিতে আছে।

অনলাইন আবেদনের লিঙ্ক — http://basirhathealthdistrict.in/recruiment.php

বিজ্ঞপ্তির লিঙ্ক —  http://basirhathealthdistrict.in//admin/gallery/stories/BasirhatRecruitmentFeb20.pdf