বিভিন্ন পুরসভায় ও পরিবহন নিগমে দ্রুত নিয়োগ সিদ্ধান্ত রাজ্যের

1103
0
West Bengal Govt Job

রাজ্যের চার পুরসভা ও পরিবহন নিগমে নতুন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হল মন্ত্রিসভার বৈঠকে। আগামী কয়েক মাসের মধ্যেই পুরসভায় কর্মী নিয়োগ এবং পরিবহন নিগম মিলিয়ে প্রায় হাজারের কর্মী নেওয়ার কাজ শুরু হবে।

চারটি পুরসভার মধ্যে রয়েছে কলকাতা, পাঁশকুড়া, নবদ্বীপ ও দুর্গাপুর।  পুরসভাগুলিতে স্থায়ী পদে নিয়োগ করা হবে। এর মধ্যে ইঞ্জিনিয়ারের পদ যেমন রয়েছে, গ্রুপ-ডি কর্মীও রয়েছে। দুর্গাপুর পুরসভায় ১৬১টি স্থায়ী শূন্যপদ রয়েছে।  আগামী কয়েক মাসের মধ্যে ১১৭টি পুরসভায় নিয়োগের কাজ হতে পারে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

তবে পরিবহন নিগমে দরপত্র ডেকে এজেন্সির মাধ্যমে চুক্তি ভিত্তিক পদ্ধতিতে কন্ডাক্টর ও চালক নিয়োগ করা হবে। এর মধ্যে ৬৮৫ জন চালক ও ৬৬০ জন কন্ডাক্টরের শূন্যপদ রয়েছে।

 

 

State Govt Job, Current Jobs in West Bengal, Govt Jobs in West Bengal,