বীরভূমে ৬ অ্যাসিস্ট্যান্ট টিচার

2509
0
Assistant Teacher Recruitment

বীরভূমের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্টের অধীন একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে (ইংরেজি মাধ্যম) ৬ জন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে একবছরে রচুক্তিতে৷ এই নিয়োগের মেমো নম্বর: 1033/BCW&TD/Birb.

শূন্যপদ: অ্যাসিস্ট্যান্ট টিচার: ৬ (হিস্ট্রি ১, বাংলা ১, বায়োলজি-বটানি ১, বায়োলজি-জুলজি ১, কেমিস্ট্রি ১, সাঁওতালি ১)৷

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিস্ট বিষয়ে বিএ (অনার্স)/ বিএসসি (অনার্স)৷

বয়সসীমা: ১ জুলাই ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিতপরীক্ষা ও ইন্টারভিউ/ ভাইভাভোসির মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷

পারিশ্রমিক: প্রতি মাসে ২৫০০০ টাকা৷

আবেদনেরপদ্ধতি: www.birbhum.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ সরাসরি https://birbhumonline.in/bcwd/ লিঙ্কে গিয়েও আবেদন করা যাবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ১০ জুলাই বিকাল ৫টা পর্যন্ত৷ http://birbhum.gov.in/Jobs/PODWO_J_2562020.pdf লিঙ্কে গিয়ে নোটিসটি দেখতে পাওয়া যাবে৷

 

 

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল