রাজ্য আবগারি পুলিশের এসআই, লেডি এসআই নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড

3145
0
Rail Police Picture

পশ্চিমবঙ্গ পুলিশে আবগারি দপ্তরে সাব-ইনস্পেক্টর ও লেডি সাব-ইনস্পেক্টর নিয়োগের জন্য প্রিলিমিনারি লিখিত পরীক্ষার দিনক্ষণ (২৬ আগস্ট রবিবার বেলা ১২টা থেকে দেড়টা) আমরা আগেই জানিয়েছি (https://jibikadishari.co.in/?p=5248), সেই পরীক্ষার ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে আগামী ১৪ আগস্ট থেকে। কাউকে আলাদা করে কোনো অ্যাডমিট পাঠানো হবে না, ওই ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তাই নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে। ১৪ আগস্ট থেকে রাজ্য পুলিশের ওয়েবসাইট (http://policewb.gov.in/wbp/recruitment.php) ও রাজ্য আবগারি আধিকারিকের ওয়েবসাইটে (https://excise.wb.gov.in) অ্যাপ্লিকেশন সিরিয়াল নং ও জন্মতারিখ দিয়ে সাবমিট করে ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।

প্রসঙ্গত, রাজ্য পুলিশের লেডি কনস্টেবল পদের জন্য প্রিলিমিনার লিখিত পরীক্ষার ফল বেরিয়েছে এবং শারীরিক সক্ষমতা ও শারীরিক মাপজোকের পরীক্ষার ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে, সেই খবর দেওয়া হয়েছে আমাদের এই লিঙ্কে: https://jibikadishari.co.in/?p=6985