রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার ইত্যাদি নিয়োগের ৩১ জানুয়ারির প্যানেল প্রত্যাহার

844
0
Railway Apprentice 2024

রেলে Centralized Employment Notice No. 03/2018 অনুযায়ী জুনিয়র ইঞ্জিনিয়ার ইত্যাদি নিয়োগের জন্য গত ৩১ জানুয়ারি যে আংশিক প্যানেল প্রকাশিত হয়েছিল তাতে মেডিকেল এগজামিনেশনে এ৩ ক্যাটেগরির বদলে ভুলক্রমে বি২ ক্যাটেগরি হয়ে গেছে, তাই ৩১ জানুয়ারির ওই প্যানেলটি প্রত্যাহার করা হল বলে ৪ ফেব্রুয়ারির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিঙ্কে: http://www.examprog.com/rail/rrb/file/NOTICE.pdf