কারেন্ট অ্যাফেয়ার্স ৩ ফেব্রুয়ারি ২০২০

455
0

আন্তর্জাতিক

  • চিনে আরও একটি শহরকে অবরুদ্ধ করল প্রশাসন। এই নিয়ে সে দেশে তালাবন্দি শহরের সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ১৯। এই শহরগুলির সমস্ত পরিবহন, স্কুল-কলেজ, অফিস-আদালত, দোকান-বাজারও বন্ধ রাখা হচ্ছে। এরই মধ্যে করোনা ভাইরাসে চিনে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৬১। এই রোগ সংক্রমণ ২০০৩ সালের সার্সের থেকেও দ্রুত ও ভয়াবহ আকারে ছড়াচ্ছে বলে মেনে নিল চিন প্রশাসন। এদিকে চিনের মূল ভূখণ্ডের সঙ্গে হংকংকে বিচ্ছিন্ন করার দাবিতে ধমর্ঘট শুরু করলেন হংকংয়ের চিকিৎসকরা। অন্যদিকে থাইল্যান্ড দাবি করল যে তারা করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করেছে।
  • কানাডার ৭৭ শতাংশ মানুষ ব্রিটিশ রাজকুমার হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মর্কেলের নিরাপত্তার ব্যয়ভার বহন করতে চান না। একটি সমীক্ষা থেকে এই তথ্য জানা গেল। এই দম্পতি রাজপরিবারের স্বীকৃতি ত্যাগ করেছেন। বছরের একটা সময় কানাডায় থাকার কথাও জানিয়েছেন। প্রসঙ্গত, কানাডায় রানি দ্বিতীয় এলিজাবেথকে প্রধান শাসক বলে মানা হয়।

 

জাতীয়

  • করোনা ভাইরাসে আক্রান্ত তৃতীয় ব্যক্তির খোঁজ পাওয়া গেল কেরলে। এই ভাইরাসকে রাজ্যের বিপর্যয় বলে ঘোষণা করল কেরল সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক চিন সফরে ভারতীয়দের জন্য সতর্কতা জারি করল। বলা হয়েছে চিন থেকে ফেরার পর তাঁদের কোয়ারেন্টাইনে রাখা হতে পারে।
  • রাজ্যে পুরভোটের আগে বিপুল নিয়োগের উদ্যোগ। পুরসভাগুলিতে ও পরিবহন দপ্তরে প্রায় এক হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা।

 

বিবিধ

  • জি ২০ গোষ্ঠীর দেশগুলির মধ্যে ২০১৪ থেকে ২০১৯ সালে ভারতের আর্থিক বৃদ্ধির গড় ছিল সর্বোচ্চ। ওই হার ছিল ৭.৫ শতাংশ। এদিন জাতীয় পরিসংখ্যান দপ্তর এই দাবি করল।
  • এই মুহূর্তে দেশে ব্যাঙ্কগুলির দেওয়া ঋণের পরিমাণ ১০০.০৫ লক্ষ কোটি টাকা। এদিন এই তথ্য প্রকাশ করল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক।

 

খেলা

  • লা লিগায় লেভস্তের বিরুদ্ধে বার্সেলোনা জয়ী হল ২-১ গোলে। লা লিগায় সর্বকনিষ্ঠ হিসাবে গোল করলেন ১৭ বছর ৯ দিন বয়সী আনসু ফাতি। এদিন জোড়া গোল করলেন তিনি। তিনি ভাঙলেন খুয়ানমি খিমেনেসের রেকর্ড।
  • সিএবি তাদের ৯২তম প্রতিষ্ঠা দিবস এবং ফ্র্যাঙ্ক ওরেল ডে পালন করল।
  • সুইডেনে গোল্ডেন গার্ল বক্সিং প্রতিযোগিতায় ভারত জিতল ৬টি সোনা। প্রতিযোগিতার সেরা বক্সারের সম্মান পেলেন প্রাচী ধনকর।