সিএপিএফ, সিআইএসএফ-এর প্রথম ধাপের ফলপ্রকাশ

1392
0
SSC Stenographer Recruitment 2023

কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সিএপিএফ-এ সাব-ইন্সপেক্টর এবং সিআইএসএফ  পরীক্ষা, ২০১৮-এর মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদের পেপার – ১ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীদের কাট অফ মার্ক্স্ ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছে।

গত ১২মার্চ থেকে ১৬ মার্চ, ২০১৯ পর্যন্ত কম্পিউটার বেসড পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা দিয়েছিলেন মোট ২,৩২,৫১৪ জন পরীক্ষার্থী। সফল প্রার্থীদের এর পরের ধাপে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ও ফিজিক্যাল এনডিওরেন্স টেস্ট দিতে হবে।

বিজ্ঞপ্তি দেখার লিঙ্ক  – https://ssc.nic.in/

 

CAPF, CISF Result, SSC Result