সেনাবাহিনীতে ৮ ল গ্র্যাজুয়েট নিয়োগ

1124
0

ভারতীয় সেনাবাহিনীর জাজ অ্যাডভোকেট জেনারেল ব্র্যাঞ্চে শর্ট সার্ভিস কমিশনে ৮ জন ল গ্র্যাজুয়েট নিয়োগ করা হবে। অবিবাহিত পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবেন।

শূন্যপদ: ৮ (পুরুষ ৬, মহিলা ২)।

বয়সসীমা: ১ জুলাই ২০২০ তারিখে বয়স হতে হবে ২১-২৭ বছরের মধ্যে (জন্মতারিখ ২ জুলাই ১৯৯৩ থেকে ১ জুলাই ১৯৯৯)।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে এলএলবি (গ্র্যাজুয়েশনের পর হলে তিন বছর ও উচ্চমাধ্যমিকের পর পাঁচ বছরের)। বার কাউন্সিল অব ইন্ডিয়া/ স্টেট-এ অ্যাডভোকেট হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে।

ট্রেনিংয়ের সময়সীমা: ৪৯ সপ্তাহ, ট্রেনিং হব ওটিএ, চেন্নাইতে।

আবেদনের পদ্ধতি: www.joinindianarmy.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ১৩ ফেব্রুয়ারি বেলা ১২টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইটে জানা যাবে।