স্টেট ব্যাঙ্কে ৮২ স্পেশ্যালিস্ট অফিসার

1495
0
SBI PO Result Out

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় তিনটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ৮২ জন স্পেশ্যালিস্ট অফিসার নিয়োগ করা হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত।

১। বিজ্ঞপ্তি নম্বর: CRPD/SCO-RMD/2020-21/21. ২২ জন স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার। এইসব পদে: রিস্ক স্পেশ্যালিস্ট সেক্টর (স্কেল থ্রি): ৫, রিস্ক স্পেশ্যালিস্ট সেক্টর (স্কেল টু): ৫, পোর্টফোলিও ম্যানেজমেন্ট স্পেশ্যালিস্ট (স্কেল টু): ৩, রিস্ক স্পেশ্যালিস্ট ক্রেডিট (স্কেল থ্রি): ২, রিস্ক স্পেশ্যালিস্ট ক্রেডিট (স্কেল টু): ২, রিস্ক স্পেশ্যালিস্ট এন্টারপ্রাইজ (স্কেল টু): ১, রিস্ক স্পেশ্যালিস্ট (স্কেল থ্রি): ৪।

যোগ্যতা: চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা সিএফএ বা এমবিএ/ পিজিডিএম (ফিনান্স/ ডেটা অ্যানালিটিক্স/ বিজনেস অ্যানালিটিক্স) বা সমতুল (পূর্ণ সময়ের কোর্স হতে হবে) বা এমএসসি (স্ট্যাটিস্টক্স)।

রিস্ক স্পেশ্যালিস্ট সেক্টর/ ক্রেডিট/ আইএনডিএএস (স্কেল থ্রি) পদে সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি সবকটি পদে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে ৩০ জুন ২০২০ তারিখের মধ্যে।

বয়সসীমা: ১ এপ্রিল ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৫-৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতেতারপর ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

 

২। বিজ্ঞপ্তি নম্বর: CRPD/SCO/2020-21/22. ডেপুটি ম্যানেজার ও ম্যানেজার পদে ২৭ জন নিয়োগ করা হবে।

শূন্যপদ: ডেপুটি ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট): ১১, ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট): ১১, ডেপুটি ম্যানেজার (সিস্টেম অফিসার): ৫।

যোগ্যতা: ডেপুটি ম্যানেজার ও ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট): কম্পিউটার সায়েন্স/ আইটি/ ডেটা সায়েন্স/ মেশিন লার্নিং অ্যান্ড এআইতে বিটেক/ এমটেক (বিটেক/ বিই-তে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে)। ডেপুটি ম্যানেজার পদে অন্তত তিন বছরের অভিজ্ঞতা এবং ম্যানেজার পদে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ডেপুটি ম্যানেজার (সিস্টেম অফিসার): কম্পিউটার সায়েন্স/ আইটি/ মেশিন লার্নিং অ্যান্ড এআইতে বিটেক/ এমটেক (বিই/ বিটেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর) সঙ্গে অন্তত তিন বছরের অভিজ্ঞতা।

বসয়সীমা: ডেপুটি ম্যানেজার পদে বয়স হতে হবে ২৪-৩২ বছরের মধ্যে ও ম্যানেজার পদে ২৬-৩৫ বছরের মধ্যে। সবক্ষেত্রেই বয়স ধরা হবে ৩০ জুন ২০২০ তারিখের হিসেবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতেতারপর ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

 

৩। বিজ্ঞপ্তি নম্বর: CRPD/SCO/2020-21/26. ডেপুটি ম্যানেজার (সিকিউরিটি) ও ম্যানেজার (রিটেল প্রোডাক্ট) পদে ৩৩ জন।

শূন্যপদ: ডেপুটি ম্যানেজার (সিকিউরিটি): ২৮ (ব্যাকলগ ১১, কারেন্ট ১৭), ম্যানেজার (রিটেল প্রোডাক্ট): ৫।

বসয়সীমা: ডেপুটি ম্যানেজার (সিকিউরিটি) পদে বয়স হতে হবে ২৫-৪০ বছরের মধ্যে। ম্যানেজার (রিটেল প্রোডাক্ট) পদে ২৫-৩৫ বছরের মধ্যে। বয়স ধরা হবে ৩১ আগস্ট ২০২০ তারিখের হিসেবে।

যোগ্যতা: ডেপুটি ম্যানেজার (সিকিউরিটি): গ্র্যাজুয়েট। ম্যানেজার (রিটেল প্রোডাক্ট): পূর্ণ সময়ের এমবিএ/ পিজিডিএম বা পোস্ট গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট ডিগ্রি সহ পূর্ণ সময়ের বিই/ বিটেক (ইনফর্মেশন টেকনোলজি/ কম্পিউটার/ কম্পিউটার সায়েন্স/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স)।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতেতারপর ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: তিনটি বিজ্ঞপ্তির ক্ষেত্রেই আবেদনের ফি ৭৫০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: https://bank.sbi/web/careers অথবা https://www.sbi.co.in/careers ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত।

নিচের লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তি দেখতে পাওয়া যাবে—

বিজ্ঞপ্তি নম্বর: CRPD/SCO-RMD/2020-21/21: https://www.sbi.co.in/documents/77530/400725/17092020_Detailed+Advt+No+21+-+RISK+%281%29.pdf/eb5d1b79-0f24-1153-af48-672fe530d667?t=1600346889632

 

বিজ্ঞপ্তি নম্বর: CRPD/SCO/2020-21/22: https://www.sbi.co.in/documents/77530/400725/17092020_Detailed+Advt+No+22+-+GITC+ANALYTICS+P-II.pdf/2d2348ba-fd8d-29ad-a9bf-5aaf9cd7df4d?t=1600347142590

 

বিজ্ঞপ্তি নম্বর: CRPD/SCO/2020-21/26: https://www.sbi.co.in/documents/77530/400725/17092020_Detailed+Advt+No+26+Security+%26+PBBU.pdf/f50ec098-e6cb-2cd4-fb20-0149278f83a3?t=1600346237497

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল