এসএসসির দিল্লি পুলিশে কনস্টেবল নিয়োগ পরীক্ষা ২০২০ সংক্রান্ত জরুরি ঘোষণা

1233
0
SSC Stenographer Recruitment 2023

স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে দিল্লি পুলিশে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তিতে ওবিসি প্রার্থীদের জন্য শূন্যপদের সংখ্যা হবে ১১২৩। ১১৩৩ নয়। কমিশনের ২১ আগস্টের এক সংশোধনী বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Delhi_Police_Corrigendum_21082020.pdf

আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন সাবমিট করার পর তাতে আর কোনো সংশোধন করার সুযোগ পরে পাওয়া যায় না, তা মূল বিজ্ঞপ্তিতেই বলা থাকে। তাই আবেদন চূড়ান্ত ভাবে সাবমিট করার আগে সব ভালো করে খুঁটিয়ে দেখে নেওয়া দরকার। কমিশনের ২১ আগস্টের এই বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Delhi_Police_Important_Notice_21082020.pdf

 

SSC, SSC Exam, Delhi Police Constable