এয়ার ইন্ডিয়ায় ১৬ প্যারামেডিক্যাল ও কাস্টমার এজেন্ট

1717
0
Air india Recruit

এয়ার ইন্ডিয়া এয়ার ট্র্যান্সপোর্ট সার্ভিসেস লিমিটেডে ১৬ জন প্যারামেডিক্যাল এজেন্ট-কাম-কেবিন সার্ভিস এজেন্ট ও কাস্টমার এজেন্ট নিয়োগ করা হবে চুক্তিতে। নিচের যোগ্যতার পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবেন।

শূন্যপদ: প্যারামেডিক্যাল এজেন্ট-কাম-কেবিন সার্ভিস এজেন্ট (চেন্নাই): ৪, প্যারামেডিক্যাল এজেন্ট-কাম-কেবিন সার্ভিস এজেন্ট (কলকাতা): ৪, প্যারামেডিক্যাল এজেন্ট-কাম-কেবিন সার্ভিস এজেন্ট (দেরাদুন): ২, কাস্টমার এজেন্ট (জলপাইগুড়ি): ৬।

বেতন: প্যারামেডিক্যাল এজেন্ট-কাম-কেবিন সার্ভিস এজেন্ট (চেন্নাই ও কলকাতা) পদে বেতন প্রতি মাসে ২১৩০০ টাকা। প্যারামেডিক্যাল-এজেন্ট-কাম কেবিন সার্ভিস এজেন্ট  (দেরাদুন) পদে ১৯৩৫০ টাকা ও কাস্টমার এজেন্ট (জলপাইগুড়ি) পদে ১৬৫৩০ টাকা।

যোগ্যতা ও বয়সসীমা: ১০+২+৩ প্যাটার্নে গ্র্যাজুয়েট সঙ্গে নার্সিং ডিপ্লোমা অথবা বিএসসি (নার্সিং)। বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর (জন্মতারিখ ২ সেপ্টেম্বর ১৯৯২-১ সেপ্টেম্বর ২০০২)।

কাস্টমার এজেন্ট: ১০+২+৩ প্যাটার্নে গ্র্যাজুয়েট সঙ্গে বেসিক কম্পিউটার অপারেশনের জ্ঞান থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর (জন্মতারিখ ২ সেপ্টেম্বর ১৯৯২-১ সেপ্টেম্বর ২০০২)। সবক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি: নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র ও সঙ্গে যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স  আগামী ২ অক্টোবরের মধ্যে পাঠাতে হবে hrhq.aiasl@airindia.in–তে।
http://www.airindia.in/writereaddata/Portal/career/900_1_AIASL-ADVT-Sept-2020.pdf লিঙ্ক থেকে দরখাস্তের বয়ান সহ সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল