ওড়িশায় ৫ জুনিয়র ক্লার্ক

1311
0
Clerical Assistant Recruitment

নয়াগড় ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির অধীন তালুক লিগ্যাল সার্ভিসেস কমিটিতে ৫ জন জুনিয়র ক্লার্ক নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ১।

বেতনক্রম: ৮৮৮০ টাকা।

যোগ্যতা: সিএইচএসই বা সমতুল পরিচালিত +২ পরীক্ষা পাশ সঙ্গে এমই স্তরে একটি বিষয় হিসেবে ওড়িয়া ভাষা থাকতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা ও ইংরেজিতে প্রতি মিনিটে ৪০ শব্দ ও ওড়িয়াতে প্রতি মিনিটে ২০ শব্দের গতিতে টাইপ করতে হবে।

বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩২ বছরের মধ্যে।

পরীক্ষার ফি: ১০০ টাকা। ওড়িশার তপশিলি জাতি/ উপজাতিদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। পূরণ করা আবেদনপত্র সহ যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে The Chairman, District Legal Services Authority, Nayagarh ঠিকানায়। খামের উপরে লিখতে হবে ‘APPLICATIONS FOR THE POST OF JUNIOR CLERK’.  পূরণ করা আবেদনপত্র সহ অন্যান্য নথি পৌঁছতে হবে আগামী ১৫ অক্টোবরের মধ্যে।

https://cdn.s3waas.gov.in/s3045117b0e0a11a242b9765e79cbf113f/uploads/2020/09/2020091324.pdf লিঙ্কে দরখাস্তের বয়ান সহ সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।

 

 

 লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল