বার্নপুরে স্টিল অথরিটিতে ২৭ নার্সিং স্টাফ ট্রেনি

1222
0
UPSC Nursing Officer Recruitment

স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডে ২৭ জন নার্সিং স্টাফ ট্রেনি নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ISP/Rect./Med/2020/1.

যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট/ কলেজ থেকে বিএসসি (নার্সিং)/ জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে ডিপ্লোমা, সঙ্গে ডব্লুবি এনসি থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট।

বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২০ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা ১৮ মাস, প্রতি মাসে ৮০০০ টাকা+ স্কিল ও নলেজ অ্যালাওয়েন্স হিসেবে ৭০০০ টাকা পাবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ইন্টারভিউ হবে বার্নপুরে, পশ্চিম বর্ধমানে এদের অফিসের ঠিকানায়।

আবেদনের পদ্ধতি: নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র, বায়োডেটা ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ক্যান করা কপি ইমেল করতে হবে ispcf01@sail.in আইডিতে, ৬ অক্টোবরের মধ্যে।

http://www.sail.co.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে। https://www.sailcareers.com/media/uploads/Advertisement_for_nursing_ISP.pdf লিঙ্ক থেকে দরখাস্তের বয়ান সহ সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল