রাজ্য মাদ্রাসায় ২১৬ প্রধান শিক্ষক/ শিক্ষিকা, সুপারিন্টেনডেন্ট নিয়োগ

4741
0
Assistant Teacher Recruitment

ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে ২১৬ জন প্রধান শিক্ষক/ প্রধান শিক্ষিকা/ সুপারিন্টেনডেন্ট নিয়োগ করা হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২০ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৫৫ বছর।

যোগ্যতা: প্রধান শিক্ষক/ শিক্ষিকা (হায়ার সেকেন্ডারি মাদ্রাসা): ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি (হাই মাদ্রাসায় ৪৫ শতাংশ নম্বর থাকতে হবে) এবং বিএড/ বিটি/ পিজিবিটি। উর্দু ভাষার (পড়া ও বলা) কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে। সঙ্গে দশ বছরের অভিজ্ঞতা।

প্রধান শিক্ষক/ শিক্ষিকা (জুনিয়র হাই মাদ্রাসা): ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি (হাই মাদ্রাসায় ৪৫ শতাংশ নম্বর থাকতে হবে) এবং বিএড/ বিটি/ পিজিবিটি। উর্দু ভাষার (পড়া ও বলা) কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে। সঙ্গে পাঁচ বছরের অভিজ্ঞতা।

সুপারিন্টেনডেন্ট (সেকেন্ডারি মাদ্রাসা): মাস্টার ডিগ্রি, উর্দু ভাষার (পড়া ও বলা) কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে। সঙ্গে দশ বছরের অভিজ্ঞতা।

আবেদনের পদ্ধতি: www.wbmsc.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। সরাসরি http://wbmsc.com/hm7/index.php লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করা যাবে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

http://wbmsc.com/hm7/Instruction_Guidelines_HM-SUPER_2020.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল