কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ ডিসেম্বর ২০১৯

410
0

আন্তর্জাতিক

  • ব্রিটেনে সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জযী হল কনজারভেটিভ পার্টি। ৬৫০টি আসনের মধ্যে প্রধানমন্ত্রী বরিস জনসন নেতৃত্বাধীন কনজারিভেটিভ পার্টি পেযেছে ৩৬৫টি আসন. সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ছিল ৩২৬টি আসন. সেখানে লেবার পার্টি পেযেছে ২০৩টি আসন. অন্যদিকে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি গতবারের ১৩টি আসন থেকে আসন বাড়িয়ে এবার জিতেছে ৫৯টি আসনে। লেবার পার্টির হয়ে জয় পেয়েছেন ৫ বাঙালি নেত্রী রূপা হক, রুশনারা আলি, লিসা নন্দী, টিউলিপ সিদ্দিক এবং আফসানা বেগম।
  • মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করার পক্ষেই সায় দিল হাউসের বিচার বিভাগীয় কমিটি। ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেওয়া—এই দুই অভিযোগে তাঁকে ইমপিচ করা যায় বলে তারা জানাল।

 

জাতীয়

  • জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ভারত সফর স্থগিত রাখলেন। স্থির হল গুয়াহাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠক হবে।
  • নাগরিকত্ব সংশোধনী সংক্রান্ত আইনের প্রতিবাদে পশ্চিমবঙ্গের নানা স্থানে রেল অবরোধ হল।উত্তর-পূর্ব ভারত এখনও উত্তপ্ত।এরই মধ্যে পশ্চিমব্ঙ্গ দিল্লি,পাঞ্জাব,ছত্তিশগড়, কেরল ও মধ্যপ্রদেশ সরকার জানাল এই রাজ্যগুলিতে নতুন আইন প্রয়োগ করতে দেওয়া হবে না।ভারতে সংখ্যালঘুদের স্বার্থরক্ষায় বার্তা দিল রাষ্ট্রসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্র।
  • হায়দরাবাদ এনকাউন্টার নিয়ে প্রাক্তন ৬৫ জন আমলা খোলা চিঠি লিখলেন দেশের সাংসদদের।

 

বিবিধ

  • গত নভেম্বরে ভারতের রপ্তানি কমল ০.৩৪ শতাংশ।এই নিয়ে পর ৪ মাস রপ্তানি কমল।এই সময়ে আমদানিও কমেছে ১২.৭১ শতাংশ।বাণিজ্য ঘাটতি কমে হল ১২১২ কোটি ডলার।এদিন বাণিজ্যমন্ত্রক এই তথ্য প্রকাশ করল।
  • মঙ্গলপৃষ্ঠে থাকা বরফের সম্ভাব্য মানচিত্র প্রকাশ করল নাসা।
  • বিশ্বের প্রভাবশালী ১০০ মহিলার তালিকায় ঠাঁই পেলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।২০১৯ সালের রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, মানবপ্রেম এবং সাংবাদিকতার ক্ষেত্রে প্রভাবশালী মহিলাদের তালিকা প্রকাশ করেছে  `দ্য ফোর্বস।’ রাজনীতির ক্ষেত্রে তাঁর অবদানকে স্বীকৃতি দিতেই প্রভাবশালী মহিলার সম্মান দিয়েছে ফোর্বস। তিনি ছাড়াও দুজন ভারতীয় নারী রয়েছেন, তাঁরা হলেন এইসিএল কর্পোরেশনের চিফ এগজিকিউটিভ অফিসার রোশনি নাদর মালহোত্রা এবং বাইকনের প্রতিষ্ঠাতা ও উদ্যোগপতি কিরণ মজুমদার শ। তালিকার শীর্ষে রয়েছেন জার্মান চ্যান্সেলর আঞ্জেলা মার্কেল।রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাৎপর্যপূর্ণভাবে স্থান পেয়েছেন ১৬ বছরের পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গও। ২৩ জন নতুন মুখের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ।

 

খেলা

  • পারথে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দিনরাতের টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে ১১ ওভারে ৩১ রানে ৪ উইকেট পেলেন মিচেল স্টার্ক।প্রথম ইনিংসে ৪১৬ রান করেছিল অস্ট্রেলিয়া।
  • অনূর্ধ্ব ১৭ মেয়েদের ফুটবলে ভারত ০-৩ গোলে সুইডেনের কাছে হেরে গেল।
  • কলকাতায় পা রাখলেন আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলার হার্নান ক্রেসপো।টাটা স্টিলের উদ্যোগে ২৫ কিমি দৌড়ের জন্য শুভেচ্ছা দূত হয়ে এসেছেন তিনি।