কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ আগস্ট

646
0
daily current affairs

আন্তর্জাতিক

  • উষ্ণতার সর্বকালীন বিশ্বরেকর্ড গড়ল ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি। গত ১৬ আগস্ট মৃত্যু উপত্যকার ন্যাশনাল পার্কের তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ১৩১ ডিগ্রি ফারেনহাইট বা ৫৫ ডিগ্রি সেলসিয়াস। ২০১৩ সালে এই স্থানেই ৫৪ ডিগ্রি সেলসিয়াস বা ১২৯.২ ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা নথিবদ্ধ হয়েছিল।
  • বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২২১৯২৬১৬। প্রাণহানির সংখ্যা ৭৮০৪৫৭।
  • চকলেট বৃষ্টি হল সুইজারল্যান্ডের জুরিখ ও ব্রাসেলের মধ্যবর্তী ওলটেন শহরে। চকলেট কারখানা ‘লিন্ট অ্যান্ড স্প্রিংলি’ থেকে কিছু উপাদান বাতাসে ছড়িয়ে পড়ার পর এই বিপত্তি ঘটল সেখানে৷

 

 

জাতীয়

  • করোনা মহামারী মোকবিলায় পিএম কেয়ারস ফান্ডে জমা পড়া অর্থ জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিলে হস্তান্তরের বাধ্যবাধকতা নেই বলে জানালো সুপ্রিম কোর্ট।
  • নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিলেন অশোক লাভাসা৷ সেপ্টেম্বর মাসে এশিয়াজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট পদে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর৷ নির্দিষ্ট মেয়াদ পূর্তির আগেই এই নিয়ে দ্বিতীয় বার কোন নির্বাচন কমিশনার পদত্যাগ করলেন৷ ১৯৭৩ সালে নগেন্দ্র সিং ইস্তফা দিয়ে হেগ-এর আন্তর্জাতিক আদালতে বিচারপতি পদে যোগ দিয়েছিলেন৷
  • ১৩ আগস্ট দেশে একদিনে ৬৬৯৯৯ জন কোভিড ১৯-এ সংক্রমিত হয়েছিলেন৷ তারপর থেকে ক্রমশই কমছে দৈনিক সংক্রমণ৷ কমছে মৃত্যুর হারও৷ দেশে ৫১৭৯৭৭ জন করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন৷ আক্রান্তের সংখ্যা ২৭০২৭৪২৷
  • কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম আনুষ্ঠানিকভাবে বদলে হল শিক্ষা মন্ত্রক৷

 

 

বিবিধ

  • উত্তরাখণ্ডে উত্তরকাশীর প্রাক্তন জেলাশাসক আশিস চৌহানের সন্ধানে স্পেনের একটি পর্বতশৃঙ্গের নাম রাখা হল ‘ম্যাজিস্ট্রেটেস পয়েন্ট’৷ আর সেখানে পৌঁছনোর বিপদ সঙ্কুল পথেরর নাম রাখা হল ‘ভায়া আশিস’৷ ২০১৮ সালে গঙ্গোত্রী হিমবাহের কাছে মাউন্ট স্ট্যাটোপন্থ শৃঙ্গ জয় করতে গিয়ে ৭০৭৫ মিটার উচ্চতায় বিপদে পড়েছিলেন পর্বতারোহী জুয়ান আন্টোনিও৷ তাঁকে উদ্ধার করতে ও নিরাপদে স্পেনে পাঠাতে উদ্যোগী হয়েছিলেন আশিস৷ সম্প্রতি স্পেনে একটি দুর্গম পর্বতশৃঙ্গে প্রথম মানুষ হিসাবে পা রাখেন জুয়ান (২৯৫০ মিটার)৷ তারপর তার নামকরণে আশিসকেই স্মরণ করেছেন তিনি৷

 

 

খেলা

  • এবছরের রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কার পাচ্ছেন রোহিত শর্মা (ক্রিকেট), বিনেশ ফোগট (কুস্তি), রানি রামপাল (হকি), মনিকা বাত্রা (টেবিল টেনিস) এবং প্যারা অলিম্পিকে সোনার পদক জয়ী মারিয়াপ্পন থাঙ্গাভেলু৷ একইসঙ্গে অর্জুন পুরস্কারের জন্য ২৯ জনের তালিকা তৈরি করা হয়েছে৷ এই নামগুলি চূড়ান্ত করল জাতীয় পুরস্কার কমিটি৷ প্রসঙ্গত, দেশের চতুর্থ ক্রিকেটার হিসাবে রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কার পাচ্ছেন রোহিত শর্মা৷ তাঁর আগে শচীন তেন্ডুলকর (১৯৯৮), এম এস ধোনি (২০০৭) ও বিরাট কোহলি (২০১৮) এই পুরস্কার পেয়েছেন৷
  • আন্তর্জাতিক ক্রিকেটে ১২ বছর পূর্ণ করলেন বিরাট কোহলি৷

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল