কারেন্ট অ্যাফেয়ার্স ১ এপ্রিল ২০২০

372
0
Current Affairs 23rd October

আন্তর্জাতিক

  • সমগ্র বিশ্বে কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হল ৪৫,৫৪১ জনের৷ ৯,১২,৫৬৫ জন আক্রান্ত হয়েছেন এই সংক্রমণে৷ ইতালিতে মৃতের সংখ্যা ১২,৪২৮৷ স্পেনে ৯ হাজারের বেশি ও ইরানে ৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এই সংক্রমণে৷ ব্রিটেনে ২৩৫২ জনের মৃত্যু হল করোনায়৷ মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৪৪ হাজারের বেশি৷ আক্রান্ত ২ লক্ষাধিক মানুষ৷ মার্কিন মুলুকে মৃতের সংখ্যা অতিক্রম করে গেল চিন, ফ্রান্স, ইরানকে৷ রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব এতবড় পরীক্ষার মুখোমুখি হয়নি৷
  • করোনা ভাইরাস সংক্রমণে প্রাণ হারালেন দক্ষিণ আফ্রিকা নিবাসী ভারতীয় বংশোদ্ভুত বিজ্ঞানী গীতারামজি৷ এডস প্রতিরোধে তাঁর গবেষণা সমগ্র বিশ্বেই স্বীকৃতি লাভ করেছিল৷ ২০১৮ সালে ইউরোপীয় ডেভেলপমেন্ট ক্লিনিক্যাল ট্রায়ালস পার্টনারশিপ তাঁকে শ্রেষ্ঠ মহিলা বিজ্ঞানীর পুরস্কার দেয়৷

 

জাতীয়

  • দেশে করোনা ভাইরাস সংক্রমণে ৫৯ জনের মৃত্যু হয়েছে৷ আক্রান্ত হয়েছেন ১৯,৪৯৯ জন৷ মহারাষ্ট্রে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে এই সংক্রমণে৷ মুম্বইয়ের ধারাভিতে এক ব্যক্তির প্রাণ গেল করোনায়৷ এশিয়ার বৃহত্তম এই বস্তিতে ১৫ লক্ষ মানুষের বসবাস৷ উত্তরপ্রদেশে এই প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটল৷ দেশে একদিনে ৩৮৬ জন করোনায় সংক্রমিত হয়েছেন বলে জানা গেল৷ একদিনে এই বিপুল রোগ সংক্রমণের জন্য দিল্লির নিজামুদ্দিনে তবলিগ-ই-জামাতের সম্মেলনকে দায়ী করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷
  • উত্তর-পূর্ব ভারতে ওষুধ ও অত্যাবশ্যক পণ্য পৌঁছে দিতে “লাইফলাইন উড়ান” প্রকল্প চালু করল কেন্দ্রীয় সরকার৷

 

বিবিধ

  • নতুন অর্থবর্ষের প্রথম দিনেই সেনসেক্স ১২০৩.১৮ অঙ্ক ও নিফটি ৩৪৩.৯৫ অঙ্ক হ্রাস পেল৷ লগ্নিকারীদের ক্ষতি হল ৩.২ লক্ষ কোটি টাকা৷
  • মার্চে দেশে জিএসটি বাবদ আয় ৯৭,৫৯৭ কোটি টাকা হয়েছে বলে জানানো হল৷

 

খেলা

  • করোনায় আক্রান্ত হয়ে জীবনহানি হল পাফদিউফের, বয়স হয়েছিল ৬৮৷ ফরাসি লিগওয়ানের ক্লাব মার্সেইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট তিনি৷ কোনো বড় ইউরোপীয় ক্লাবে তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট৷
  • করোনা সংক্রমণের আবহে বাতিল করা হল আসন্ন উইম্বলডন টেনিস প্রতিযোগিতা৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার বাতিল হল উইম্বলডন৷
  • নিজে যাঁদের বিরুদ্ধে খেলেছেন তাঁদের মধ্যে থেকে শেনওয়ার্ন বেছে নিলেন শ্রেষ্ঠ ভারতীয় একাদশ৷ এই দলে রয়েছেন সৌরভ, শেওবাগ, সিধু, দ্রাবিড়, শচীন, আজহারউদ্দিন, কপিল, মোঙ্গিয়া, শ্রীনাথ, হরভজন এবং কুম্বলে৷