কারেন্ট অ্যাফেয়ার্স ৩১ জানুয়ারি ২০২০

882
0

আন্তর্জাতিক

  • ইউরোপীয় জোট থেকে বেরিয়ে গেল ব্রিটেন। ১৯৭৩ সালে তারা ইউরোপীয় ইকনমিক কমিউনিটিতে যোগ দিয়েছিল। এই কমিউনিটিই ১৯৯২ সালে ইউরোপীয় ইউনিয়নের চেহারা নেয়। ২০১৬ সালে গণ ভোটে ৫১.৯ শতাংশ ব্রিটেনবাসী ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছিলেন। তখন প্রধানমন্ত্রী ছিলেন ডেভিড ক্যামেরন। ক্যামেরন বা টেরেসা মে প্রধানমন্ত্রী হিসাবে ব্রেক্সিট প্রক্রিয়া সফল করতে না পারলেও বরিস জনসনের আমলেই তা নির্বিঘ্নে সম্পন্ন হল।
  • গোটা বিশ্বে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)। করোনা ভাইরাস নিয়ে এই পরিস্থিতি তৈরি হল। চিনে এই সংক্রমণে মৃত্যু হয়েছে ২১৩ জনের। এ পর্যন্ত ১৮টি দেশে ছড়ায় এই সংক্রমণ।

 

জাতীয়

  • নির্ভয়া কাণ্ডে দোষী সাব্যস্তদের ফাঁসি স্থগিত রাখার নির্দেশ দিলেন পাতিয়ালা আদালতের বিচারক ধর্মেন্দ্র রানা। ১ ফেব্রুয়ারি ফাঁসি কার্যকর করার কথা ছিল। দোষীদের একজন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানালেও তার জবাব পাওয়া যায়নি। এই যুক্তিতে আদালতের দ্বারস্থ হয়েছিল দোষীদের একজন। প্রসঙ্গত, একই অপরাধে সাজাপ্রাপ্তদের মৃত্যুদণ্ড একই সঙ্গে কার্যকর করার নিয়ম রয়েছে। ইতিমধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য মিরাট থেকে পবনকুমার জল্লাদ তিহারে হাজির হন। ২০১২ সালে দিল্লিতে অপরাধটি সংঘটিত হয়েছিল।
  • চিন থেকে ভারতীয় ছাত্রছাত্রীদের ফেরাতে এয়ার ইন্ডিয়ার ৪২৩ আসনের একটি বিশেষ বিমান উহান রওনা দিল। বিমানেই থাকছেন ৫ জন চিকিৎসক।
  • ভারতীয় বংশশোদ্ভূত অরবিন্দ কৃষ্ণ তথ্যপ্রযুক্তি সংস্থা আইবিএম-এর সিইও নিযুক্ত হলেন।

 

বিবিধ

  • সংসদে বাজেট প্রস্তাব পেশ হওয়ার আগে আর্থিক সমীক্ষা পেশ হল, সেখানে বলা হয়েছে চলতি অর্থবর্ষে বৃদ্ধির হার ৫ শতাংশ হতে পারে। মুখ্য আর্থিক উপদেষ্টা কে সুব্রহ্মণ্যন জানালেন, ২০১৭-১৮ সাল পর্যন্ত ৭ বছরে দেশে নিয়মিত বেতনযুক্ত কাজের সুযোগ তৈরি হয়েছে ২.৬২ কোটি।
  • টেলিকম ক্ষেত্রে আর্থিক সংকটের কারণ তীব্র প্রতিযোগিতা ও শস্তার মাশুল যুদ্ধ বলে মন্তব্য করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল স্বেচ্ছাবসর দিল ৭৮ হাজারের বেশি কর্মী-আধিকারিককে।
  • জানুয়ারি মাসে জিএসটি সংগ্রহ ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা হয়েছে বলে জানানো হল।

 

খেলা

  • ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ ম্যাচে জয়ী হল ভারত। এদিনের ম্যাচটিও গত দিনের ম্যাচের মতো টাই হয়ে যাওয়ার পর সুপার ওভারে নিষ্পত্তি হল। ম্যান অব দ্য ম্যাচ হলেন শার্দুল ঠাকুর। ভারতের হয়ে যশপ্রীত বুমরাহ ও নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি সুপার ওভারে বল করেন। ভারতের হয়ে সুপার ওভারে ব্যাট করলেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। ২০০৮ থেকে ৮টি ম্যাচে সুপার ওভারে ৭টিতে পরাস্ত হয়েছে নিউজিল্যান্ড।
  • আই লিগে মোহনবাগান চেন্নাই সিটি এফসি-কে ৩-২ গোলে হারিয়ে দিল।
  • অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলস সেমিফাইনালে ডমিনিক থিম হারালেন আলেকজান্ডার ডেরেফকে। তিনি এই প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন।