কারেন্ট অ্যাফেয়ার্স ৩১ ডিসেম্বর ২০১৯

415
0

আন্তর্জাতিক

  • ইরাকের রাজধানী বাগদাদে খোদ মার্কিন দূতাবাসে ঢুকে আগুন লাগিয়ে দিল উত্তেজিত জনতা। ইরাকে সরকারবিরোধীদের বিক্ষোভ থেকে এই ঘটনা ঘটে। কেউ হতাহত হননি। ঘটনার পিছনে ইরানের মদত আছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন। মার্কিন সেনার বিমান হানায় ইরানসমর্থিত ইরাকি গোষ্ঠী কাতায়েব হিজবুল্লার ২৫ জন জঙ্গির মৃত্যুর পরেই বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে ওঠে।
  • ভারতের সীমান্তলাগোয়া অঞ্চলগুলির মোবাইল নেটওয়ার্ক বন্ধ করল বাংলাদেশ। সীমান্তবর্তী ৩২টি জেলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ভারতের অভ্যন্তরে যে বিক্ষোভ আন্দোলন তার রেশ যাতে বাংলাদেশে না পড়ে সেজন্য এই পদক্ষেপ।

 

জাতীয়

  • দূরপাল্লার সাধারণ ও মেল এক্সপ্রেস ট্রেনের যাত্রীভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত জানাল রেলমন্ত্রক। ১ জানুয়ারি ২০২০ থেকে তা কার্যকর হবে। আগে কেটে রাখা টিকিটের ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া দিতে হবে না। প্রতি কিলোমিটারে ১ পয়সা থেকে ৪ পয়সা পর্যন্ত ভাড়া বাড়ানো হল। লোকাল ট্রেনে কোনো ভাড়া বাড়ানো হয়নি। ২০১৫ সালের নভেম্বর মাসে শেষবার রেলে ভাড়া বেড়েছিল।
  • দেশের ২৮তম সেনাপ্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন মনোজ মুকুন্দ নারাভানে। তিনি বিপিন রাওয়াতের পদে বসলেন। বিপিন রাওয়াত নিযুক্ত হয়েছেন দেশের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ পদে।
  • সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ হল কেরল বিধানসভার বিশেষ অধিবেশনে। আইনটি প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে বিরোধী দল থেকে।

 

বিবিধ

  • ২০১৮ সালে বছরের শেষ দিনে শেয়ার সূচক সেনসেক্স এবং নিফটি ছিল যথাক্রমে ৩৬০৬৮.৩৩ এবং ১০৮৬২.৫৫ অঙ্ক। সেখানে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর তা ছিল যথাক্রমে ৪১২৫৩.৭৪ ও ১২১৬৮.৪৫ অঙ্ক। ২০১৯ সালে নিফটি ১২ এবং সেনসেক্স ১৪ শতাংশ বৃদ্ধি পেল। এর অর্থ শেয়ার বাজারে লগ্নিকারীদের সম্পদ ১১০৫৩৬৩.৩৫ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।
  • পরিবেশ রক্ষায় যাঁরা কাজ করবেন তাঁদের জন্য আর্থশিট পুরস্কার প্রচলনের কথা জানালেন ব্রিটেনের রাজকুমার উইলিয়াম। এক দশকে ৫ জনকে পুরস্কার দেওয়া হবে।

 

খেলা

  • মস্কোতে আয়োজিত মহিলাদের বিশ্ব ব্লিৎজ দাবায় চ্যাম্পিয়ন হলেন রাশিয়ার কাতোরিনা ল্যাগনো। ভারতের কোনেরু হাম্পি পেলেন দ্বাদশ স্থান। এর আগে মহিলাদের বিশ্ব র‍্যাপিড দাবায় চ্যাম্পিয়ন হয়েছিলেন হাম্পি। পুরুষদের দুটি বিভাগেই ম্যাগনাস কার্লসন চ্যাম্পিয়ন হয়েছেন।
  • টেস্ট ক্রিকেটকে ৫ দিন থেকে কমিয়ে ৪ দিনের করতে চায় আইসিসি। সেই প্রস্তাবকে স্বাগত জানাল ইংল্যান্ড।