কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ সেপ্টেম্বর ২০২৩

227
0
28th September Current Affairs

আন্তর্জাতিক
  • অবশেষে ইরান -মার্কিন যুক্তরাষ্ট্র বন্দি বিনিময় কর্মসূচি বাস্তবায়িত হল। এর ফলে ইরানের কারাগারে বন্দি পাঁচ জন মার্কিন নাগরিককে মুক্তি দেওয়া হলো। গুপ্তচর বৃত্তির অভিযোগে এই পাঁচজনকে আটক করেছিল ইরান। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের কারাগার থেকেও মুক্তি পেলেন ইরানের পাঁচ জন নাগরিক। যদিও ইরানের এই পাঁচ নাগরিকের মধ্যে তিন জনই ইরানে ফিরে যেতে অস্বীকার করেছেন।
  • লন্ডন থেকে পাকিস্তানে ভিডিও মাধ্যমে বক্তব্য রাখলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পাকিস্তান মুসলিম লিগ ( নওয়াজ) দলের প্রধান শরিফ এই বক্তৃতায় বলেছেন, “আজ যেখানে ভারত চাঁদে পৌঁছে গিয়েছে, জি ২৯ সম্মেলন আয়োজন করছে তখন পাকিস্তান অন্যদের দেশের কাছে ভিক্ষার পাত্র নিয়ে ঘুরছে।“ প্রসঙ্গত ২০১৯ সালে পাকিস্তান ছেড়ে লন্ডনে চলে যান নওয়াজ শরিফ। তারপর থেকে তিনি সেখানেই আছেন। পাকিস্তানে শরিফকে গদিচ্যুত করা হয়েছিল। দুর্নীতির অভিযোগে সাত বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে।
  • ট্রেনে রাশিয়া সফর সেরে পিয়ং ইয়ং ফিরলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম জং উন। এই সফরে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হয়েছে কিমের। সেখানে দুই রাষ্ট্রপ্রধান একে অপরকে বিভিন্ন উপহার দেন যার মধ্যে ছিল কিছু সমরাস্ত্র। রাষ্ট্রসঙ্ঘের ঘোষিত নীতি অনুযায়ী কোন রাষ্ট্রপ্রধান একে অপরকে এই ধরনের উপহার দিতে পারেন না।
জাতীয়
  • সংসদ ভবনের সেন্ট্রাল হলে শেষ বারের মতো সাংসদদের নিয়ে আয়োজিত হল বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের প্রথম বক্তা ছিলেন মেনকা গান্ধি। তিনি বর্তমান লোকসভার সবথেকে পুরনো সাংসদ। ১৯৮৯ সাল থেকে তিনি লোকসভার সদস্য। এরপর সাংসদরা নতুন সংসদ ভবনে বিশেষ অধিবেশনে যোগ দিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরনো সংসদ ভবনের নাম ‘সংবিধান সদন’ রাখার প্রস্তাব করলেন। এই প্রস্তাব তৎক্ষণাৎ অনুমোদন করলেন লোকসভার অধ্যক্ষ  ওম প্রকাশ বিড়লা। নতুন সংসদ ভবনের ছটি দরজা দিয়ে প্রবেশ করলেন সাংসদরা। এই ছটি দরজার নাম রাখা হয়েছে গজ, গড়ুর, অশ্ব, মকর, হংস এবং শার্দুল দ্বার। প্রধানমন্ত্রী এদিন নিজের বক্তব্যে ভারতের বিদেশ নীতির দিশামুখ বাতলে দিলেন। তিনি বললেন, ভারত এখন বিশ্বমিত্র। ঠান্ডা যুদ্ধের সময় ভারতের অবস্থান ছিল জোট নিরপেক্ষ রাষ্ট্রের। বর্তমানে ভারত বিশ্বমিত্র হিসাবে এই অস্থির বিশ্বকে পথ দেখাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। এদিন নতুন সংসদ ভবনের প্রথম অধিবেশনে পেশ হল মহিলা সংরক্ষণ বিল-এর। নাম দেওয়া হয়েছে নারীশক্তি বন্ধন বিল। বিধানসভা ও লোকসভার আসন গুলিতে ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখার প্রস্তাব রয়েছে এই বিলে। যদি আইনে পরিণত হয় তাও জনগণনা না হওয়া পর্যন্ত এই বিল বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা নেই। এদিন এই বিলের প্রতিবাদে সোচ্চার হয়েছে আরজেডি, সমাজবাদী পার্টি বিএসপি ইত্যাদি দল। প্রসঙ্গত গত লোকসভা ভোটে মোট ৬৭.০১ শতাংশ পুরুষ এবং ৬৭.১৮ শতাংশ মহিলা নিজেদের ভোট দিয়েছিলেন। গত তিন বছরে দেশে পুরুষ ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ৩.১% মহিলা ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৫.১%। দেশে বর্তমানে মহিলা ভোটদাতার সংখ্যা বেড়ে হয়েছে ৪৬.১  কোটি।
  • ভারত কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কের আরো অবনতি হল। গত জুন মাসে কানাডায় খুন হন এক খালিস্তানি নেতা। তিনি কানাডার নাগরিক। এই ঘটনায় ভারতীয় গোয়েন্দাদের হাত থাকতে বলে থাকতে পারে বলে খোদ কানাডার আইন সভায় দাঁড়িয়ে অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি কানাডায় কর্মরত ভারতের কূটনীতিক পবন কুমার রাইকে বহিষ্কার করেন। এরপর ভারত ট্রুডোর বক্তব্যকে ‘উদ্ভট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে ব্যাখ্যা করে। ভারতে কর্মরত কানাডার গোয়েন্দা কর্তা অলিভিয়ার সিলভেস্টারকে পাঁচ দিনের মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে। প্রসঙ্গত পাঞ্জাবের বাইরে সব থেকে বেশি সংখ্যক শিখ বসবাস করেন কানাডাতেই। কানাডায় মোট ভারতবাসীর সংখ্যা দশ লক্ষাধিক।
খেলা
  • চিনের হ্যাং ঝাউতে শুরু হল এশিয়ান গেমস। ভলিবলে প্রথম ম্যাচে ভারত হারিয়ে দিল কম্বোডিয়াকে। কিন্তু ফুটবলে প্রথম ম্যাচেই হেরে গেল চিনের কাছে। এদিন ১-৫ গোলে হারল ভারতীয় দল। ফিফা ক্রম তালিকায় চিনের অবস্থান ৮০ নম্বর স্থানে এবং ভারতের ক্রম ৯৯। এশিয়ান গেমসে সব থেকে বেশি ম্যাচে দেশকে নেতৃত্ব দেওয়ায় ভারতীয়দের মধ্যে নজির গড়লেন সুনীল ছেত্রী। তিনি ২০১৪ ও ২০২৩ সালের এশিয়ান গেমসে ভারতীয় দলের অধিনায়ক। এর আগে ১৯৫১ ও ১৯৫৪ সালের এশিয়ান গেমসে শৈলেন মান্না এবং ২০০২ ও ২০০৬ সালের এশিয়ান গেমসে বাইচুং ভুটিয়া ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন।
  • এএফসি কাপের ডি গ্রুপে প্রথম ম্যাচে মোহনবাগান ৪-০ গোলে হারিয়ে দিল ওড়িশা এফসিকে। কলিঙ্গ স্টেডিয়ামে এই ম্যাচ হয়েছে।
বিবিধ
  • ২০ সেপ্টেম্বর থেকে জঙ্গলমহলে লাগাতার রেলপথ ও রাস্তা অবরোধের ঘোষণা করেছিল কুড়মি সমাজ। এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করে পুরুলিয়া চেম্বার অব কমার্স। এই মামলায় আদালত প্রস্তাবিত অবরোধকে বেআইনি বলে ঘোষণা করল। প্রশাসনকে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করে অবরোধ তুলে দিতে বলা হলো। অবশ্য আদালতের এই নির্দেশের পর আন্দোলন প্রত্যাহার করল কুড়মি সমাজ।
  • শতবর্ষ পূর্ণ করল ‘আবোল তাবোল’। ১৯২৩ সালের ১৯ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল সুকুমার রায়ের লেখা নির্মল হাস্যরসের এই বইটি। ঘটনাচক্রে এই বই প্রকাশের মাত্র ন’দিন আগে ১০ সেপ্টেম্বর প্রয়াত হয়েছিলেন সুকুমার রায়।বাংলা সাহিত্যে ননসেন্স হাস্যরসের এক অবিস্মরণীয় গ্রন্থ হিসাবে পরিগণিত হয় ‘আবোল তাবোল’।