কারেন্ট অ্যাফেয়ার্স ২১ সেপ্টেম্বর ২০২৩

279
0
21st September Current Affairs

আন্তর্জাতিক
  • মাহসা আমিনির ঘটনার পর আরো কঠোর করা হলো ইরানের হিজাব আইন। এদিন ইরানের আইনসভায় নতুন হিজাব আইন পাশ হলো। সেখানে স্পষ্ট বলা, যে সব মহিলা প্রকাশ্যে হিজাব পড়বেন না বা কোনভাবে এই আইন অমান্য করবেন তাদের ১০ বছর পর্যন্ত জেল এবং ৭৩০২ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।
জাতীয়
  • লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হল মহিলা সংরক্ষণ বিল। দেশের লোকসভা ও বিধানসভা গুলিতে মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষণ করতে সংবিধানের ১২৮ তম সংশোধন করতে হচ্ছে এই বিলে। রাজ্যসভায় ২১৪-০ ভোটে এটি অনুমোদিত হল।
  • কানাডার সঙ্গে পারস্পরিক সম্পর্ক তলানিতে ঠেকেছে ভারতের। এরই মধ্যে কানাডার নাগরিকদের ভারতে আসার ভিসা দেওয়া বন্ধ করল নয়া দিল্লি। ভারতের কানাডা দূতাবাস থেকে কূটনীতিকদের সংখ্যা কমাতে   বলল ভারত। ভারতের অভিযোগ, কানাডা ভারত বিরোধী সন্ত্রাসবাদীদের স্বর্গোদ্যানে পরিণত হয়েছে। সেখানে খালিস্তানি নেতারা গা ঢাকা দিয়ে রয়েছেন এবং পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে বৈঠক করছেন।
  • ভারতের শ্রেষ্ঠ পর্যটন গ্রামের শিরোপা পেল কিরীটেশ্বরী। মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকে এই ছোট্ট গ্রামটিকে বেছে নিয়েছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক। দেশের ৩১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ৭৯৫ টি পর্যটন গ্রামের আবেদন বিচার করে শ্রেষ্ঠ হিসেবে বেছে নেওয়া হলো কিরিটেশ্বরীকে। ৫১ টি সতী পিঠের অন্যতম এই কিরিটেশ্বরী। এখানে সতীর মুকুটের কণা বা কিরিট পড়েছিল বলে কথিত আছে। এই মন্দিরের বৈশিষ্ট্য হলো এখানকার মেলা ও উৎসবে হিন্দু ও মুসলিমরা সমানভাবে অংশগ্রহণ করেন।
খেলা
  • এশিয়ান গেমসে ছেলেদের ফুটবলে ভারত ১-০ গোলে হারিয়ে দিল বাংলাদেশকে। জয়সূচক গোলটি করলেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। মেয়েদের ক্রিকেটে ভারত পৌঁছে গেল সেমিফাইনালে। এশিয়ান গেমসে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে অর্ধশতরান করলেন ভারতের শেফালি। তিনি মালয়েশিয়ার বিরুদ্ধে ৩৯ বলে ৬৭ রান করেন।
  • কোচিতে উদ্বোধন হলো দশম আইএসএলের। উদ্বোধনী ম্যাচে কেরল ব্লাস্টার্স ২-১ গোলে হারিয়ে দিল বেঙ্গালুরু এফসি দলকে।
  • বুদাপেস্টে বিশ্বচ্যাম্পিয়নশিপ কুস্তিতে মহিলাদের ৫৩ কেজি বিভাগে ভারতের অন্তিম পাঙ্ঘাল ব্রোঞ্জ পদক জিতলেন।
বিবিধ
  • আরো এক ভারতীয় বংশোদ্ভূত লেখিকার উপন্যাস বুকার পুরস্কারের জন্য মনোনয়ন পেল। লন্ডন নিবাসী চেতনা মারুর প্রথম উপন্যাস ‘ওয়েস্টার্ন লেন’ এ বছরের বুকার পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। মোট ছটি উপন্যাস মনোনয়ন পেল, চেতনার লেখা তার মধ্যে অন্যতম।
  • বয়সের কারণে ফক্স কর্পোরেশন এবং নিউজ কর্পোরেশন মিডিয়ার চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াচ্ছেন মিডিয়া ব্যারন রুপার্ট মার্ডক। সামনের নভেম্বর থেকে তিনি এই দুই সংস্থার চেয়ারম্যান এমিরেটাস পদে থাকবেন। এখন রুপার্ট মার্ডকের বয়স ৯২। তাঁর ছেড়ে যাওয়া আসনে বসবেন তাঁরই ছেলে লকল্যান মার্ডক।
  • ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন এর থেকে স্বীকৃতি পেল ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশন। দশ বছরের জন্য এই স্বীকৃতি পাওয়া গেছে। এর ফলে ভারতের চিকিৎসা বিদ্যার ছাত্ররা মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা প্রভৃতি দেশে চিকিৎসা বিদ্যার উচ্চ শিক্ষা নিতে বা চিকিৎসা করতে পারবে। ন্যাশনাল মেডিকেল কমিশনের অধীনে থাকা ৭০৬ টি মেডিকেল কলেজের ছাত্ররা এই সুবিধা পাবে।