কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ আগস্ট ২০২৩

368
0
23rd August Current Affairs

আন্তর্জাতিক
  • রাশিয়ায় এক বিমান ‘দুর্ঘটনায়’ নিহত হলেন ইয়েবগেনি প্রিগোঝিন। মাত্র একদিন আগে তিনি নিজেই একটি ভিডিও পোস্ট করেছিলেন সমাজ মাধ্যমে, দেখে মনে হয়েছিল তিনি রয়েছেন আফ্রিকায়। তারপরেই খবর এলো একটি যাত্রীবাহী ছোট বিমান ভেঙে রাশিয়ায় মৃত্যু হয়েছে ১০ জনের।তাদের মধ্যে ছিলেন প্রিগোঝিনও। প্রসঙ্গত, একসময় রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি। পরবর্তীকালে রাশিয়ার বেসরকারি সৈন্য বাহিনী ওয়াগনার এর প্রধান পদে বসেন। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যে আগ্রাসন চালাচ্ছে তা এই ওয়াগনার বাহিনীর নেতৃত্বে। মাত্র কয়েক মাস আগে খোদ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন প্রিগোঝিন। সেবার বেলারুশের মধ্যস্থতায় বিদ্রোহের ইতি টানা হয়। প্রিগোঝিন কোথায় ছিলেন তা নিয়ে অবশ্য রহস্য রয়েছে। তিনিও বেলারুশে গা ঢাকা দিয়েছিলেন বলে অনুমান করা হতো। এরপরই এলো মস্কোর অদূরে বিমান দুর্ঘটনার সংবাদ। তবে ওয়াগনার এর সঙ্গে যুক্ত একটি সংবাদ চ্যানেল দাবি করেছে, উত্তর রাশিয়ার তের অঞ্চলে প্রিগোঝিনের বিমানটিকে গুলি করে নামিয়েছে রাশিয়ার সেনাবাহিনী।
  • হাওয়াই দ্বীপে সাম্প্রতিক দাবানলে এখনো নিখোঁজ ১১০০ জন। ১১৫ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। তাদের মধ্যে মাত্র ২৭ জনকে শনাক্ত করা গিয়েছে। গত একশো বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও প্রদেশে এত ভয়ংকর দাবানল হয়নি বলে মনে করা হচ্ছে।
  • ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকলেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামফোসা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা ডি সিলভা, চিনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং রাশিয়ার বিদেশমন্ত্রী সারজি লাভরভ।
জাতীয়
  • ঐতিহাসিক দিন ভারতের। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো – এর চন্দ্রযান ৩ অভিযান সফল হল। এ দিন ভারতীয় সময় বিকেল ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে নির্দিষ্ট সূচি মেনে অবতরণ করল ভারতীয় মহাকাশযানের ল্যান্ডার বিক্রম। এই প্রথম পৃথিবীর কোন দেশের মহাকাশযান চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে সক্ষম হল। চাঁদে অবতরণ করার ক্ষেত্রে ভারত হল চতুর্থ দেশ। এর আগে চিন, সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই সাফল্য দেখিয়েছে। ২০০৮ সালে ভারতের চন্দ্রযান ১ অভিযান সফল হয়েছিল। ২০১৯ সালে চন্দ্রযান ২ অভিযান আংশিক সফল হয়েছিল। সেবার অরবিটার নিখুঁতভাবে কাজ করলেও ভেঙে পড়ে ল্যান্ডার।এবার চাঁদের মাটিতে অবতরণের পর বিক্রমের পেট থেকে বেরিয়ে এসেছে রোভার প্রজ্ঞান। প্রজ্ঞানের ছ’টি চাকা। এর গতি খুবই কম, সেকেন্ডে এক সেন্টিমিটার মাত্র। ছয় চাকায় ভর করে এই গতিতেই চাঁদের বুকে ঘুরে বেড়াবে প্রজ্ঞান।এই অভিযান মোট ৪০ দিনের। গত ১৪ আগস্ট শ্রীহরিকোটা থেকে পি এস এল ভি রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হয়েছিল চন্দ্রযান ৩ এর। এই প্রকল্পে মোট ৬১৫ কোটি টাকা খরচ হয়েছে।
  • মিজোরামে একটি নির্মীয়মান সেতু ভেঙে মৃত্যু হল অন্তত ২৬ জন শ্রমিকের। তাদের মধ্যে ২৩ জনই পশ্চিমবঙ্গের অধিবাসী। মিজোরামের দুর্গম পাহাড়ি এলাকায় বৈরবী ও সাইরাং -এর মধ্যে কুরুন নদীর উপরে ওই রেল সেতু নির্মাণের কাজ চলছিল। জায়গাটি মিজোরামের রাজধানী আইজল থেকে ২১ কিলোমিটার দূরে।
  • দশম ও দ্বাদশে বছরে দুটি করে বোর্ডের ফাইনাল পরীক্ষা নেওয়া হবে। একই বিষয়ে পড়ুয়ারা দুবার পরীক্ষা দেবে এবং এর মধ্যে যে বার বেশি নম্বর পাবে সেই নম্বরটি তাদের চূড়ান্ত নম্বর হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়ুয়াদের দুটো ভাষা পড়তে হবে এবং তার মধ্যে একটি হবে ভারতীয় ভাষা। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এদিন নতুন ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ঘোষণা করল। সেখানেই এই নতুন নিয়মগুলি রয়েছে।
খেলা
  • আজারবাইজানের বাকুতে আয়োজিত দাবা বিশ্বকাপের ফাইনালে দ্বিতীয় ম্যাচেও ম্যাগনাস কার্লসেনের সঙ্গে ড্র করলেন ভারতের কিশোর দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ। এদিন প্রজ্ঞানন্দ কালো ঘুঁটি নিয়ে খেলেছেন। পরপর দুই ম্যাচ ড্র হওয়ার পর এবার খেতাবের নিষ্পত্তি হবে টাইব্রেকারে।
  • শুটিং বিশ্বকাপে ছেলেদের ২৫ মিটার স্ট্যান্ডার্ড পিস্তল ইভেন্টে সোনা জিতলেন ভারতের আমনপ্রীত সিং।
  • ডাবলিনে বৃষ্টির কারণে বাতিল হয়ে গেল ভারত ও আয়ারল্যান্ড এর মধ্যে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ। এর ফলে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল যশপ্রীত বুমরার নেতৃত্বে খেলা ভারত।
বিবিধ
  • দেশে সংখ্যাতত্ত্বের অন্যতম প্রবীণ অধ্যাপক সি আর রাও -এর জীবনাবসান হয়েছে। ১০২ বছর বয়স হয়েছিল কল্লমপুরি  রামকৃষ্ণ রাও এর। তিনি আইএসআইয়ের সচিব ও অধিকর্তার পদে ছিলেন দীর্ঘদিন। মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের এমিরেটরস অধ্যাপক পদেও আসীন ছিলেন। এ বছরই তিনি ইন্টারন্যাশনাল প্রাইজ ইন স্ট্যাটিসটিক্স পেয়েছিলেন। এই পুরস্কারকে বলা হয় রাশি বিজ্ঞানের নোবেল। এছাড়াও তিনি পদ্মভূষণ, পদ্মবিভূষণ, এস এস ভাটনগর, রয়াল স্ট্যাটিসটিক্যাল সোসাইটির গাই মেডেল প্রভৃতি পুরস্কার ও সম্মান পেয়েছেন ।